Death Sentence by NIA Court: মোদীর জনসভায় পরপর বিস্ফোরণের ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিল আদালত
Narendra Modi's rally: গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর ওই জনসভা হয় পাটনায়। ২০১৩ সালে সেই জনসভায় পরপর বিস্ফোরণ ঘটে।
পাটনা: পাটনার (Patna) গান্ধী ময়দানের জনসভায় পরপর বিস্ফোরণের ঘটনায় মৃত্যুদণ্ড দিল এনআইএ (NIA) আদালত। সোমবার ওই মামলায় মোট চারজনকে মৃত্যুদণ্ড (Death Sentence) দেওয়া হয়েছে ও বাকি পাঁচজনকে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। দুজনের জন্য যাবজ্জীবন, দুজনের জন্য ১০ বছরের কারাদণ্ড ও একজনের সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এনআইএ আদালত। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর ওই জনসভা হয় পাটনায়। ২০১৩ সালে সেই জনসভায় পরপর বিস্ফোরণ ঘটে।
এনআইএ আদালতে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের চারজনের নাম ইমতিয়াজ আনসারি, নোমান আনসারি, হায়দর আলি ও মুজিবুল্লাহ। বিস্ফোরণ মামলায় মোট ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়। একজন বিচার চলাকালীন মারা যায়। আর একজন মুক্তি পেয়েছে। ধৃত এক নাবালককে তিন বছরের জেলেক শাস্তি দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজ তাদের শাস্তি দেওয়া হয়।
২০১৩ সালে পাটনার গান্ধী ময়দানের এই ঘটনায় বিস্ফোরণে ৬ জন মারা গিয়েছিলেন। আহত হন প্রায় ৮০ জন। গত ২৭ অক্টোবর ওই রায় দেয় এনআইএ আদালত। পরে দোষীদের শাস্তি ঘোষণা করা হল।
২০১৩ সালে পাটনার গান্ধী ময়দানে লোকসভা ভোটের প্রচার চলছিল। সেখানেই যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী। তখন তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ওই জনসভা থেকে প্রচার করার কথা ছিল মোদীর। গান্ধী ময়দানে মোদীর সেই সমাবেশের কাছেই পর পর ছ’টি বিস্ফোরণ ঘটে। মোদী যে মঞ্চে দাঁড়িয়ে প্রচার করবেন বলে ঠিক হয়েছিল তার থেকে মাত্র ১৫০ মিটার দূরত্বে দু’টি বিস্ফোরণ হয়। সেদিন শেষ বিস্ফোরণটি হয়েছিল ১২টা ২৫মিনিটে। মোদী মঞ্চে ওঠার ঠিক ২০ মিনিট আগে।
আরও পড়ুন : ‘সব বাজি নিষিদ্ধ নয়’, হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে
আর প্রথম বিস্ফোরণ হয়েছিল পাটনা স্টেশনে। গান্ধী ময়দানে যখন বিস্ফোরণগুলো হয়েছিল, তখন মোদী ছিলেন পাটনা বিমানবন্দরে। বিস্ফোরণস্থল থেকে মোট আরও পাঁচটি বোমা পাওয়া গিয়েছিল। এর পরেই নোমান আনসারি, মহম্মদ মুজিবুল্লা আনসারি, আহমেদ হুসেন সহ ১০ জনের নামে চার্জশিট দেয় এনআইএ। প্রমাণের অভাবে ফকরুদ্দিন পরে ছাড়া পেয়ে যান।
আরও পড়ুন : জমি শক্ত করতে এবার আসরে অভিষেক, গোয়া সফরে যাচ্ছেন সাংসদ