Valentines Day: ‘২৬ এপ্রিল বিয়ে, আমায় নিয়ে পালিয়ে যাও বিশাল…’, ১০ টাকার নোটে প্রেমিকার বার্তা
Girlfriend's message on 10 rupees note: প্রেমিকের জন্য ১০ টাকার নোটে গুরুত্বপূর্ণ বার্তা পাঠালেন প্রেমিকা। ভ্যালেন্টাইনস ডে-তে ভাইরাল সেই নোটের ছবি।
মুম্বই: আজ ভ্যালেন্টাইন ডে বা প্রেম দিবস। যারা প্রেমে পড়েছে বা প্রেমে পড়তে চায় তারা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এই দিনে গোটা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। প্রেমিক-প্রেমিকারা তাদের ভালবাসা প্রকাশ করতে, তাদের সঙ্গীদের বিভিন্ন উপহার দিয়ে থাকে। এদিকে ভ্যালেন্টাইন্স ডে-র এই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি দশ টাকার নোটের ছবি। আসলে ওই ১০ টাকার নোটে এক প্রেমিকা, তার প্রেমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে। সেই বার্তা সম্বলিত নোটের থবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বার্তাটি কী? ভাইরাল হওয়া নোটে লেখা বার্তা অনুযায়ী প্রেমিকার বিয়ের ঠিক হয়েছে। কিন্তু, সে তার প্রেমিককে ভুলতে পারছে না। তাই প্রেমিককে সে বলেছে তাকে বিয়ের মঞ্চ থেকে নিয়ে পালিয়ে যেতে। এই বার্তাই সে ওই দশ টাকার নোটে লিখে পাঠিয়েছে। প্রেমিকের নাম বিশাল। আর যে মেয়েটি ওই বার্তা পাঠিয়েছে, তার নাম কুসুম। দশ টাকার নোটের ছবি ভাইরাল হওয়ার পর বিশাল এবং কুসুমের প্রেমের গল্প লাইমলাইটে এসেছে। দশ টাকার নোটটিতে আরও লেখা আছে যে আগামী ২৬ এপ্রিল কুসুমের বিয়ে হচ্ছে। কুসুম লিখেছে, “বিশাল, ২৬ এপ্রিল আমার বিয়ে ঠিক হয়েছে। আমাকে নিয়ে যাও। আমি তোমায় ভালবাসি। তোমার কুসুম।”
এই দশ টাকার নোটটি মহারাষ্ট্রের এক ব্যক্তির হাতে এসেছে। তিনি নোটটির একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবির পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, “টুইটার তোমার শক্তি দেখাও। ২৬ এপ্রিলের আগে কুসুমের এই বার্তা বিশালের কাছে পৌঁছে দাও। দুই ভালবাসার মানুষের এক হওয়া দরকার। দয়া করে এই বার্তাটি শেয়ার করুন এবং বিশাল নামে আপনার পরিচিত প্রতিটি ছেলেকে ট্যাগ করুন।”
কয়েক বছর আগে, একই রকমভাবে আরও একটি দশ টাকার নোটে লেখা বার্তার ছবি ভাইরাল হয়েছিল। সেই নোটে লেখা ছিল ‘সোনম গুপ্ত বিশ্বাসঘাতক’। শুধু তাই নয়, ১০০ এবং ২০০০ টাকার নোটেও একই বাক্য লেখা ছিল।