Sonali Phogat murder case: সোনালি ফোগাট মামলায় সিবিআই তদন্তের সুপারিশ গোয়া সরকারের, কারণ জানালেন মুখ্যমন্ত্রী

CBI Probe: উল্লেখ্য, ৪৩ বছর বয়সী টিকটক স্টার এবং টিভি রিয়্যালিটি শো বিগ বসের জনপ্রিয় প্রতিযোগী সোনালি ফোগাটকে ২৩ অগস্ট উত্তর গোয়া জেলার একটি হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল।

Sonali Phogat murder case: সোনালি ফোগাট মামলায় সিবিআই তদন্তের সুপারিশ গোয়া সরকারের, কারণ জানালেন মুখ্যমন্ত্রী
অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগট। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 12:53 PM

পানাজি: সোমবার বিজেপি নেত্রী তথা অভিনেতা সোনালি ফোগাটের (Sonali Phogat) মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করল বিজেপি শাসিত গোয়া সরকার (Government of Goa)। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের (Manohar Lal Khattar) সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিল সোনালির পরিবার। গোয়া পুলিশের তদন্তে যে তাঁরা খুশি নন, সেকথা খট্টরকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল। সোনালি-মৃত্যু মামলায় সিবিআই তদন্তের সুপারিশ প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এদিন বলেন, “গোয়া পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু সোনালি ফোগাটের মেয়ের দাবি মেনে আমি সিবিআই তদন্তের সুপারিশ করেছি।”

প্রমোদ সাওয়ান্ত বলেন, “এই মামলায় গোয়া পুলিশের হাতে অনেক গুরুত্বপূর্ণ সূত্র এসেছে কিন্তু সোনালির মেয়ে ও তাঁর পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আমি অনেকের কাছ থেকে এই নিয়ে অনুরোধও পেয়েছি। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ে চিঠি লিখব এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই মামলা তুলে দেব।”

উল্লেখ্য, ৪৩ বছর বয়সী টিকটক স্টার এবং টিভি রিয়্যালিটি শো বিগ বসের জনপ্রিয় প্রতিযোগী সোনালি ফোগাটকে ২৩ অগস্ট উত্তর গোয়া জেলার একটি হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। তার আগের দিন উপকূলবর্তী এই রাজ্যে পৌঁছেছিলেন সোনালি। সোনালির সহযোগী সাংওয়ান এবং সিংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল গোয়া পুলিশ। পুলিশের ডেপুটি সুপার জীববা ডালভি জানিয়েছিলেন, সোনালি ফোগাটকে মেথামফেটামিন দেওয়া হয়েছে এবং রেস্তোঁরা শৌচগার থেকেও বেশ কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে।

যদিও প্রাথমিকভাবে পুলিশের দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। কিন্তু তৎক্ষণাত খুনের মামলার তদন্ত শুরু করে পুলিশ। গোয়ার রেস্তোঁরার সিসিটিভি ফুটেজে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোনালিকে দেখা গিয়েছিল। তার ওপর ভিত্তি করেই সোনালির দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল।