Sonali Phogat : বিজেপি নেত্রীর মৃত্যু ঘিরে রহস্য! খুনের মামলা রুজু গোয়া পুলিশের

Sonali Phogat : প্রাথমিকভাবে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। তবে পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। এবার গোয়া পুলিশ সোনালি ফোগাটের খুনের অভিযোগে মামলা রুজু করেছে।

Sonali Phogat : বিজেপি নেত্রীর মৃত্যু ঘিরে রহস্য! খুনের মামলা রুজু গোয়া পুলিশের
বিজেপি নেত্রী সোনালি ফোগাট
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 5:55 PM

পানাজি : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। তাঁকে খুন করা হয়েছে। এবার ফোগাটের পরিবারের দাবি মেনে নিয়ে খুনের মামলা রুজু করল গোয়া পুলিশ। প্রথমে জানা গিয়েছিল যে বিগ বস খ্যাত এই অভিনেত্রী তথা হরিয়ানার বিজেপি নেত্রী সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি শুটিংয়ের জন্য দুই দিনের গোয়া সফরে গিয়েছিলেন। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা মেনে নেয়নি ফোগাটের পরিবার। পরিবারের অভিযোগ ছিল, ফোগাটের সহকর্মীরা তাঁর মৃত্যুর জন্য দায়ী। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তাঁরা। এবার সেই দাবিকে মান্যতা দিয়েই খুনের তদন্ত শুরু করল গোয়ার পুলিশ। দায়ের হয়েছে খুনের মামলাও। জানা গিয়েছে এফআইআর-এ দু’জনের নাম রয়েছে।

এর আগে সোনালি ফোগাটের ভাই রিঙ্কু ঢাকা দাবি করেছিলেন যে তাঁর দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গোয়া পুলিশের কাছে এই সংক্রান্ত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। এরপরই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত জানিয়েছিলেন যে গোয়া পুলিশ গোটা ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে। এই আবহে সন্দেহর তির সোনালির পিএ সুধীর সাঙ্গওয়ানের দিকে। ৪২ বছর বয়সী প্রয়াত অভিনেত্রীর ভাই রিঙ্কুর অভিযোগ, সুধীর তাঁর দিদিকে ধর্ষণ করে খুন করেছে। এর সঙ্গে অভিনেত্রীর বন্ধু সুখবিন্দরের দিকেও আঙুল উঠেছে। রিঙ্কুর অভিযোগ, সুখবিন্দর নাকি একটি আপত্তিকর ভিডিয়ো নিয়ে সোনালিকে প্রতারণা করতেন।

রিঙ্কুর অভিযোগে দাবি করা হয়, ২০২১ সালে সোনালির বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার নেপথ্যে ছিল পিএ সুধীর। এমনকি রিঙ্কুর দাবি, তাঁর দিদি নাকি তাঁকে একবার বলেছিল যে সুধীরের তৈরি করা পায়েস খেয়ে নাকি একবার শরীর খারাপ লাগছিল তাঁর। রিঙ্কুর অভিযোগ, সুধীর নাকি অনেকবারই সোনালিকে হুমকি দিয়ে বলেছিল যে তাঁর রাজনৈতিক এবং অভিনয় ক্যারিয়ার নষ্ট করে দেবে। রিঙ্কু দাবি করেন, সোমবারই সোনালি নাকি সুধীর এবং সুখবিন্দরকে নিয়ে তাঁকে জানাচ্ছিলেন। তবে আচমকা ফোন কেটে যায়। পরে নাকি মঙ্গলবার সুধীর রিঙ্কুকে ফোন করে জানায় যে শুটিংয়ের সময় আচমকাই প্রয়াত হন সোনালি।

প্রসঙ্গত, টিকটকের মাধ্যমে প্রথমাবের জন্য লাইমলাইটে এসেছিলেন সোনালি। তিনি বিগ বস ১৪-এর প্রতিদ্বন্দ্বীও ছিলেন। ২০১৯ সালে তিনি বিজেপির টিকিটে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদবন্দ্বিতা করেছিলেন। তবে তিনি হেরে গিয়েছিলেন। এহেন সোনালির দেহ বর্তমানে গোয়া মেডিক্যাল কলেজে রাখা রয়েছে। এদিকে মায়ের মৃত্যুর পর সোনালির ১৫ বছর বয়সি মেয়ে যশোধরা সুবিচার চেয়ে সরব হয়েছেন।