Congress President Election : পিছিয়ে যেতে পারে কংগ্রেসের সভাপতি নির্বাচন? নজর ২৮-র বৈঠকে
Congress President Election : সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচনের কথা ছিল। তবে সম্প্রতি চিকিৎসার জন্য সনিয়া গান্ধীর বিদেশ সফর ঘিরে এই নির্বাচন পিছিয়ে যাওয়ার জল্পনা শুরু হয়েছে। এই আবহে কংগ্রেসের তরফে ২৮ তারিখ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নয়া দিল্লি : সম্প্রতি আনন্দ শর্মা ও গুলাম নবি আজ়াদের পদক্ষেপে বড় ধাক্কা পায় কংগ্রেস হাইকমান্ড। এদিকে খবর পাওয়া গিয়েছে যে শীঘ্রই চিকিৎসার জন্য বিদেশ যেতে চলেছেন সনিয়া গান্ধী। তাঁর সঙ্গে যাবেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এই আবহে কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। এর মধ্যে গতকালই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল একটি টুইট করে জানিয়েছিলেন যে আগামী ২৮ অগস্ট সনিয়া গান্ধীর নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির। বেণুগোপাল জানান, সেই বৈঠকেই কংগ্রেস সভাপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবার জানা যাচ্ছে কংগ্রেস সভাপতি নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হতে পারে। ২৮ অগস্টের বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
এর আগে ২১ অগস্ট থেকে কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। ২০ সেপ্টম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে দলের নয়া সভাপতি নিয়োগ করার কথা ছিল। তবে কয়েক সপ্তাহের জন্য যে এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হবে তা প্রায় নিশ্চিত। এদিকে এরই মাঝে কগ্রেস সভাপতি পদের নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই গান্ধীপন্থী কংগ্রেস নেতারা রাহুলকে সেই পদে পুনর্বহাল করার রব তুলেছেন। যদিও সূত্রের খবর, রাহুল গান্ধী সভাপতি হতে রাজি নন। শুধু তাই নয়, রাহুল চান না যে তাঁর মা সনিয়া বা প্রিয়াঙ্কাও এই পদে আসীন হোক। তিনি একজন ‘অ-গান্ধী’ নেতাকে সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত রাহুলকে রাজি করানোর চেষ্টা চলবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। এরপর থেকে দলের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তাঁর মা সনিয়া গান্ধী। তবে ২০২০ সালে কংগ্রেসের বর্ষীয়ান একদল কংগ্রেস নেতা প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন। বিদ্রোহীদের মধ্যে কপিল সিব্বল থেকে শুরু করে গুলাম নবি আজ়াদ, আনন্দ শর্মারা ছিলেন। ‘জি-২৩’ গোষ্ঠীর সেই বিদ্রোহের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল কংগ্রেস সভাপতির পদ ঘিরে। তবে সেই সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিংহভাগ সদস্যের কথা সনিয়া নিজের পদেই বহাল থাকেন। তবে এবার নির্বাচনের পর কংগ্রেস সভাপতি হিসেবে কোনও অ-গান্ধী মুখকে দেখা যাবে কি না, তা নিয়ে তুঙ্গে জল্পনা। এবারের সভাপতি নির্বাচনে যদি কোনও অ-গান্ধী মুখকে বেছে নেওয়া হয় তাহলে প্রায় দুই দশকেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতি হবেন দলের।