Gods on currency: ‘ইউটার্ন, ভক্ত হওয়ার চেষ্টা’, কেজরীবালের ‘হিন্দুত্ব’ তাসের পাল্টা দিল বিজেপি
Gods on currency: বুধবার, ভারতের মুদ্রা নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পাল্টা জবাবে কী বলল বিজেপি?
নয়া দিল্লি: বুধবার, ভারতের মুদ্রা নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, গুজরাট-হিমাচল প্রদেশের নির্বাচনের আগে হিন্দুত্বের কার্ড খেলতে চেয়েছেন আপ প্রধান। তবে, কেজরীবালের ওই দাবির পাল্টা দিয়েছে বিজেপিও। বিজেপি-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, নির্বাচনের আগে হিন্দুত্বের দিকে ‘ইউটার্ন’ নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরীবাল ‘ভক্ত’ হতে চাইছেন।
সম্বিত পাত্র বলেছেন, “দিন কয়েক আগেই এক সাংবাদিক সম্মেলনে দিল্লি মুখ্যমন্ত্রী বলেছিলেন নিয়ম না মেনে দীপাবলি উদযাপন করলে আপনাকে জেলে পুরে দেওয়া হবে। আজ তাঁকে হঠাৎ লক্ষ্মীজি এবং গণেশজি সম্পর্কে কথা বলতে দেখা যাচ্ছে।” অতীতে কেজরীবাল কোন কোন সময়ে হিন্দু ধর্ম ও হিন্দু দেবদেবীদের অবমাননা করেছেন, তার তালিকা খুলে বসেন সম্বিত পাত্র। তিনি দাবি করেন, স্বস্তিক চিহ্ন নিয়ে মজা করেছেন কেজরীবাল। তিনি স্বস্তিক চিহ্নের উপর ঝাড়ু মারার ছবি পোস্ট করেছিলেন। অথচ, এই প্রতীক তৈরি না করলে দীপাবলির পূজাই সম্পূর্ণ হয় না।
সম্বিত পাত্র আরও দাবি করেছেন, কেজরীবাল এমনকি অযোধ্যায় রাম মন্দির নির্মাণেরও বিরোধিতা করেছিলেন। একটি ভিডিয়ো রয়েছে, যেখানে তাঁকে বলতে দেখা গিয়েছে, “আমি ওই মন্দিরে পূজা দিতে যাব না, কারণ ঈশ্বর সেখানে পূজা গ্রহণ করবেন না।” রামমন্দিরের বদলে হাসপাতাল তৈরির দাবিও করেছিলেন তিনি। সেই অরবিন্দ কেজরীবাল আজ ইউ-টার্ন নিয়েছেন। সেই কেজরীবাল আজ ভক্ত হওয়ার চেষ্টা করছেন। হিন্দু দেবতাদের অপমান করে আজ তিনি হিন্দু হওয়ার চেষ্টা করছেন।
মা লক্ষ্মী এবং ভগবান গণেশের কৃপা ইতিমধ্যেই ভারতের উপরে রয়েছে বলেও দাবি করেছেন সম্বিত পাত্র। সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র বলেছেন, মহাদেব এবং রামের আশীর্বাদ রয়েছে ভারতের উপর। সেই কারণেই যে হিন্দুস্তান এক দশক আগে অর্থনৈতিক দিক থেকে বিশ্বে ১১ নম্বরে ছিল, সেই দেশই আজ ৫ নম্বরে রয়েছে। আজ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারে উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে। গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়ার মুখে রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর ওপর ঈশ্বরের কৃপা আছে। মা লক্ষ্মী এবং গণেশ দেবতার আশীর্বাদ পুষ্ট প্রধানমন্ত্রী মোদী। তাই ভারতের অর্থনীতি কখনই পিছিয়ে যাবে না।
কেজরীবাল সরকার সম্পর্কে সম্বিত পাত্র বলেছেন, দিল্লি সরকার শুধু প্রচারে অর্থ ব্যয় করে। তাই অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ছে। আর এর দায় চাপাচ্ছে লক্ষ্মী ও গণেশের উপর। এটা ভুল। দিল্লির সরকার দুর্নীতিতে ডুবে আছে। ঈশ্বর দুর্নীতিকে ক্ষমা করবেন না।