২ ডোজ়ের ব্যবধান বাড়িয়ে কেন্দ্র বিজ্ঞানসম্মত পদক্ষেপ করেছে: সেরাম কর্তা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনও জানিয়েছিলেন বড় ব্যবধানে টিকা নিলে কার্যকরিতা বৃদ্ধি পায়।
নয়া দিল্লি: আরও একবার কোভিশিল্ডের (Covishield) ২ ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়িয়েছে কেন্দ্র। পরিবর্তিত নির্দেশিকা অনুযায়ী এ বার প্রথম ডোজ়ের ৩ থেকে ৪ মাসের মধ্যে দ্বিতীয় ডোজ় দেওয়ার কথা বলেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেন নির্মাতা সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। সংবাদ মাধ্যমকে সেরাম কর্তা আদর পুনাওয়ালা জানিয়েছেন, ব্যবধান বাড়ানোর এই সিদ্ধান্ত কার্যকরিতা ও রোগ প্রতিরোধ উভয়ের ক্ষেত্রেই সুফল আনবে। তিনি বলেন, “এটি একটি ভাল পদক্ষেপ। সরকার তথ্যের ভিত্তিতে বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিয়েছে।”
অনুমোদনের সময় থেকে দুই ভ্যাকসিন ২৮ দিনের ব্যবধানে দেওয়ারই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র। তারপর অবশ্য কার্যকরিতা বৃদ্ধির গবেষণা দেখে ২৮ দিনের পরিবর্তে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ড দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। সেই মর্মে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা দিয়েছি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারপর একাধিক গবেষণার ভিত্তিতে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার সুপারিশ দেয় দেশের টিকাকরণ বিশেষজ্ঞ দল। সেই সুপারিশ মেনে নিয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক টিকার দুই ডোজ়ের ব্যবধান বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
গবেষণা বলছে, ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ডের ২ ডোজ় নিলে টিকা কার্যকরী হয় ৫৫.১ শতাংশ। কিন্তু ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে টিকা নিলে কার্যকরিতা হয় ৮১.৩ শতাংশ। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনও জানিয়েছিলেন বড় ব্যবধানে কোভিশিল্ড টিকা নিলে কার্যকরিতা বৃদ্ধি পায়। তিনি বলেছিলেন, “বেশিরভাগ ভ্যাকসিনই দুই ডোজ়ের ক্ষেত্রে ৩-৪ সপ্তাহ ব্যবধান হলে কার্যকরী হয়। কিন্তু বেশ কিছু গবেষণা বলছে অ্যাস্ট্রাজ়েনেকা ভ্যাকসিনের ক্ষেত্রে ১২ সপ্তাহের ব্যবধান হলে তা অধিক কার্যকরী হয়।”
আরও পড়ুন: ২ পৃথক ভ্যাকসিনের ডোজ় নিলে শরীরে কী প্রভাব পড়তে পারে?