বাকিদের টিকা নেওয়ার উপদেশ দিলেও নিজেই নেবেন না দ্বিতীয় ডোজ়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নভেম্বরে টিকা নেওয়ার পরই করোনা আক্রান্ত (COVID Positive) হয়েছিলেন অনিল ভিজ (Anil Vij)। আজ তিনি নিজেই টুইট করে জানান, করোনা টিকা(COVID-19 Vaccine)-র দ্বিতীয় ডোজ় নেবেন না তিনি।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী করোনা টিকা নিলেও দ্বিতীয় দফায় করোনা টিকা নিতে নারাজ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। সোমবার নিজেই টুইট করে জানান এই কথা। তবে টিকা-ভীতি নয়, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর দেহে অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যাওয়ায় আর টিকার প্রয়োজন নেই বলেই জানান তিনি।
গত বছরের ২০ নভেম্বর কোভ্যাকসিন(Covaxin)-র তৃতীয় দফার ট্রায়ালে অংশ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু টিকা নেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি করোনা আক্রান্ত (COVID-19 Positive) হন। ৫ ডিসেম্বর তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। প্রথমে অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে ভারত বায়োটেক (Bharat Biotech)-র তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “দুই দফার কোভ্যাকসিনের কেবল একটিই টিকা নিয়েছেন তিনি। ভ্যাকসিন কতটা কার্যকর, তা প্রমাণ হতে কিছুটা সময় লাগবে। এছাড়াও ট্রায়ালে কেবল ৫০ শতাংশ অংশগ্রহণকারীকেই আসল ভ্যাকসিন দেওয়া হয়। বাকিদের প্লেসবো দেওয়া হয়।”
আরও পড়ুন: রাজ্যে ঢুকতে পুলিশি বাধা, বিমানবন্দরের মেঝেতে বসেই প্রতিবাদ চন্দ্রবাবু নাইডুর
টিকাকরণের দ্বিতীয় দফা শুরু হতেই এদিন অনিল ভিজ নিজেই একটি টুইট করেন। তিনি লেখেন, “আজ থেকে সাধারণ মানুষের জন্য টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। টিকা নিয়ে কোনও সংকোচ থাকা উচিত নয়। তবে আমি কোনও ভ্যাকসিনের ডোজ় নিতে পারব না। কারণ করোনা সংক্রমণের পর আমার দেহে অ্যান্টিবডির সংখ্যা বর্তমানে ৩০০, যা পরিমাণে অনেক বেশি। হয়তো ট্রায়াল ভ্যাকসিনের কারণেই এই অ্যান্টিবডি বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমার ভ্যাকসিনের প্রয়োজন নেই আপাতত।”
आज आम जनता के लिए कोरोना वैक्सीन शुरू होने जा रही है । सब को निस्संकोच लगवानी चाहिए । मैं तो नही लगवा पाऊंगा क्योंकि कोविड होने के बाद मेरी एंटीबाडी 300 बनी है जोकि बहुत ज्यादा है । शायद मैंने जो ट्रायल वैक्सीन लगवाई थी इसमे उसका भी योगदान हो । मुझे अभी वैक्सीन की जरूरत नही है ।
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) March 1, 2021
নিজে টিকা না নিলেও, রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাকিরা যেন করোনা টিকা নিতে দ্বিধা না করেন, সেই বিষয়টিও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: টিকা নেওয়ার পর নার্সদের কী বললেন প্রধানমন্ত্রী মোদী?