স্বদেশি কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রীর তোপের মুখে বিরোধীরা

সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের ভ্যাকসিন ৭০.৪২ শতাংশ কার্যকরী প্রমাণিত হলেও ভারত বায়োটেকের ভ্যাকসিন ১১০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের এক কর্তা।

স্বদেশি কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রীর তোপের মুখে বিরোধীরা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 11:29 PM

নয়া দিল্লি: স্বদেশি করোনা টিকা কোভ্যাকসিন (Covaxin) নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলিকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের ভ্যাকসিনকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। কিন্তু এই ভ্যাকসিনের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছে বিরোধীদের একাংশ। কেননা এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল নিয়ে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে।

কংগ্রেসের শশী থারুর ও জয়রাম রমেশ, এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ইতিমধ্যেই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। অখিলেশের অভিযোগ, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যে কার্যকারিতার প্রমাণ দেখাতে হয়, সেই পরীক্ষায় কোভ্যাক্সিন উত্তীর্ণ হয়েছে কিনা, তা নিয়ে নির্দিষ্ট কোনও রিপোর্ট নেই। তাই একে বিজেপির ভ্যাকসিন নাম দিয়ে তা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, যারা এই ধরনের অভিযোগ তুলছেন, তাঁরা আসলে ভ্যাকসিনেরও রাজনীতিকরণ করতে চাইছেন। এদিন তিনি টুইটারে লিখেছেন, “এই ধরনের স্পর্শকাতর ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তাঁদের জন্য ধিক্কার।” তিন নেতাকে উদ্ধৃত করে এরপর তিনি লেখেন, “কোভিড ভ্যাকসিন অনুমোদনের জন্য অনুসরণ করা বিজ্ঞান-সমর্থিত প্রোটোকলগুলির অসম্মান করবেন না। উঠে দেখুন, আপনারা নিজেদের গ্রহণযোগ্যতা নষ্ট করছেন।”

আরও পড়ুন: ‘বার্ন আউট’ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন সৌরভ, এরপরই …

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেছেন, ভাইরাসের নতুন প্রজাতিগুলির সঙ্গে কোভ্যাকসিন ভালভাবে লড়তে সক্ষম। সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের ভ্যাকসিন ৭০.৪২ শতাংশ কার্যকরী প্রমাণিত হলেও ভারত বায়োটেকের ভ্যাকসিন ১১০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের এক কর্তা।

আরও পড়ুন: ডোনার ফোনে প্রধানমন্ত্রীর ফোন! মিনিট তিনেক কথা বললেন মহারাজ