Water logged Bengaluru: প্রাক-বর্ষার বৃষ্টিতেই বেঙ্গালুরুর রাস্তা পরিণত হয়েছে নদীতে, দেখুন ভিডিয়ো

Heavy rain: প্রাক-বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বেঙ্গালুরুর বিস্তীর্ণ এলাকা। বিশেষত, বিশ্বখ্যাত হোয়াইটফিল্ড টাউনশিপও জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়েই বইছে জলের স্রোত।

Water logged Bengaluru: প্রাক-বর্ষার বৃষ্টিতেই বেঙ্গালুরুর রাস্তা পরিণত হয়েছে নদীতে, দেখুন ভিডিয়ো
জলমগ্ন বেঙ্গালুরু।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 8:50 AM

বেঙ্গালুরু: কেরলে বর্ষা প্রবেশ করেছে। আর তার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটকেও। বলা ভাল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গেই জলমগ্ন হয়ে পড়েছে কর্ণাটকের রাজধানী (Bengaluru) সহ বিস্তীর্ণ অঞ্চল। যদিও এটা প্রাক-বর্ষার বৃষ্টি বলেই জানিয়েছেন আবহবিদরা। প্রাক-বর্ষার (Pre-monsoon) বৃষ্টিতেই একেবারে জলমগ্ন হয়ে পড়েছে টেক-সিটি। রাস্তা পরিণত হয়েছে নদীতে। রাজধানী শহরের রাস্তার উপর দিয়ে যেভাবে জলের স্রোত বয়ে চলেছে, তার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রাক-বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বেঙ্গালুরুর বিস্তীর্ণ এলাকা। বিশেষত, বিশ্বখ্যাত হোয়াইটফিল্ড টাউনশিপও জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়েই বইছে জলের স্রোত। রাস্তার নর্দমার পাশাপাশি বেল্লান্দুর লেক ছাড়া হালেনায়াকানাহাল্লি, ভার্থুর লেকের জল উপচে পড়েছে। যার প্রভাব পড়েছে আউটার রিং রোডে। নেটিজেনরা শহরের এই সমস্ত রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা বর্তমানে ভাইরাল।

মৌসম ভবন সূত্রে খবর, কেরলে বর্ষা প্রবেশ করলেও কর্ণাটকে এখনও প্রবেশ করেনি। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবেই বেঙ্গালুরু সহ কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা কর্ণাটকে বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও মঙ্গলবার থেকে হালকা হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।