Heavy Rain: প্রবল বৃষ্টিতে জম্মুতে বাড়ি ধসে মৃত ৮, মুম্বইয়ে স্কুল-কলেজে ছুটি ঘোষণা

Heavy Rain: প্রবল বৃষ্টির জেরে ধসে ভেঙে পড়ল আস্ত দুটি বাড়ি। মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ সদস্য-সহ মোট ৮ জনের। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী, মুম্বই থেকে পুনে।

Heavy Rain: প্রবল বৃষ্টিতে জম্মুতে বাড়ি ধসে মৃত ৮, মুম্বইয়ে স্কুল-কলেজে ছুটি ঘোষণা
প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 8:42 PM

শ্রীনগর ও মুম্বই: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর থেকে পশ্চিম ভারত। অমরনাথ যাত্রা শুরুর সপ্তাহ খানেক পর থেকেই বৃষ্টি ও ধস শুরু হয় জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir)। জাতীয় সড়কে ধস নামায় বেশ কয়েকদিন অমরনাথ যাত্রাও স্থগিত করে দেওয়া হয়। তবে এবার ধসে ভেঙে পড়ল আস্ত দুটি বাড়ি। মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ সদস্য-সহ মোট ৮ জনের। বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী, মুম্বই (Mumbai) থেকে পুনে (Pune)। ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার মুম্বইয়ের সমস্ত স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরেই কাঠুয়া জেলার বানি এলাকায় ধস নামে এবং ভেঙে পড়ে দুটি বাড়ি। সেই বাড়ি চাপা পড়েই মৃত্যু হয় একই পরিবারের ৫ সদস্য-সহ মোট ৮ জনের। যার মধ্যে মহিলা ও শিশু রয়েছে। আবার হড়পা বান আসে বৈষ্ণদেবী যাত্রার বেসক্যাম্প কাটরায়। যদিও সেখানে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে বহু রাস্তা, ব্রিজ ভেসে গিয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কেও একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কাঠুয়া জেলার চাদওয়াল ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় জম্মু-পাঠানকোট হাইওয়েতে যান চলাচলেও প্রভাব পড়েছে। রাজৌরিতেও বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। আগামী ২০ জুলাই পর্যন্ত থানে, পালঘর, রায়গড় এবং রত্নগিরিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। সাবিত্রী, গান্ধারী এবং কাল নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। নীচু এলাকাগুলিতে অধিকাংশ ঘর-বাড়িতে জল ঢুকে গিয়েছে। ঝুঁকি এড়াতে সরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বৃহস্পতিবার মুম্বইয়ের সমস্ত স্কুল-কলেজেও ছুটি ঘোষণা করেছেন তিনি।