Amit Shah: অরুণাচলের সীমান্তবর্তী শেষ গ্রামে রাত্রিবাস, চিনকে বিশেষ বার্তা শাহের
অরুণাচলের সীমান্তবর্তী কিবিথো গ্রামে রাত্রিবাস করে অমিত শাহ চিনকে বিশেষ বার্তা দিলেন বলেও মনে করছে কূটনৈতিক মহল।
নয়া দিল্লি: শেষ নয়, ভারতের ‘প্রথম’ গ্রাম হল কিবিথো (Kibithoo)। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) চিন সীমান্তবর্তী কিবিথো গ্রামে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, “দেশের এই গ্রামটিতেই প্রথম সূর্যকিরণ এসে পৌঁছয়। তাই এটি ভারতের শেষ নয়, প্রথম গ্রাম।” সীমান্তবর্তী এই সুন্দর গ্রামে বেড়াতে এসে সকলকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করারও আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি অরুণাচলের সীমান্তবর্তী কিবিথো গ্রামে রাত্রিবাস করে অমিত শাহ চিনকে বিশেষ বার্তা দিলেন বলেও মনে করছে কূটনৈতিক মহল।
গত ১০ এপ্রিল কিবিথো গ্রামে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত কেন্দ্রীয় প্রকল্প ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম’ (Vibrant Villages Programme)-এর উদ্বোধনে যান তিনি। সেখানে রাত্রিবাসও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সেই কিবিথো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের একটি ভিডিয়োও টুইটারে পোস্ট করেন তিনি। সেই ভিডিয়োর ক্যাপশনে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “ভারতের প্রথম গ্রাম, কিবিথো সফরে গিয়েই সুন্দর এই প্রাকৃতিক জায়গার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছি। অপার প্রাকৃতিক সৌন্দর্যের আশীর্বাদপুষ্ট হল অরুণাচল প্রদেশ। আমি সকলকে অরুণাচল প্রদেশে, বিশেষত কিবিথো গ্রামে আসার আবেদন জানাচ্ছি। এখানে এসে সকলে ইতিহাস জানবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবেন।”
Captured the beautiful landscapes during my visit to Kibithoo, India’s first village. Arunachal Pradesh is blessed with immense natural beauty.
I urge all to visit Arunachal Pradesh, especially Kibithoo, to be inspired by its history and stunned by nature’s marvels. pic.twitter.com/PzqUeG72r2
— Amit Shah (@AmitShah) April 13, 2023
প্রসঙ্গত, ১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধের সাক্ষী ছিল কিবিথো এবং তার প্রতিবেশী গ্রাম ওয়ালং। ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে চিনা ফৌজের সঙ্গে লড়াই করে এবং দেশের ভূখণ্ড রক্ষা করে। কিবিথো গ্রামে এসে সেই ইতিহাস তুলে ধরারই বার্তা দেন অমিত শাহ। এপ্রসঙ্গে উল্লেখ্য, দিন কয়েক আগেই অরুণাচলের ১১টি স্থানের নতুন নামকরণ করে সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি জানায় চিন। তার দিন কয়েক পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচলের সীমান্তবর্তী প্রথম (শেষ) গ্রামে এসে পুরোনো ইতিহাস তুলে ধরার বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কিবিথোর পাশাপাশি ওয়ালং ঘুরে দেখারও আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবারও একটি ভিডিয়ো পোস্ট করেন অমিত শাহ। সেটির ক্যাপশনে লেখেন, “ভারতের সবচেয়ে পূর্বের সড়ক সম্পর্কে জানতে কিবিথুল থেকে ওয়ালং ভ্রমণ করুন।” প্রত্যন্ত সীমান্তবর্তী এই অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম (VVP)-এর অধীনে সড়কটি নির্মিত হয়েছে বলে জানান অমিত শাহ। পাশাপাশি ‘ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম’ সীমান্তবর্তী এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সাহায্য করবে বলেও টুইটারে উল্লেখ করেন শাহ।
প্রসঙ্গত, ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম (VVP)-এর অধীনে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সহ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মোট ১৯টি জেলার ৪৬টি ব্লকের ২,৯৬৭টি গ্রাম সংযুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে ৬৬২টি গ্রামের সড়ক সহ সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে, যার মধ্যে কেবল অরুণাচল প্রদেশের ৪৫৫টি গ্রাম রয়েছে।