Shivraj Chouhan: ‘আমি মনে করি…’, বিজেপি নয়া মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার কী বললেন শিবরাজ?
Shivraj Chouhan: ২০০৫ সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন শিবরাজ সিং চৌহান। তবে সোমবার, রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম ঘোষণা করেছে বিজেপি। চেয়ার ছাড়ার পর কী প্রতিক্রিয়া দিলেন মধ্য প্রদেশের 'মামাজি'?
ভোপাল: মধ্য প্রদেশে দুর্দান্ত জয়ের পরও, মুখ্যমন্ত্রী মুখ বদলে দিল বিজেপি। ২০১৮ থেকে ২০২০ – এই দুই বছর বাদ দিলে, ২০০৫ সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন শিবরাজ সিং চৌহান। তবে সোমবার, রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম ঘোষণা করেছে বিজেপি। ফলে, মধ্য প্রদেশে শিবরাজ জমানার অবসান ঘটল বলা যায়। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর, তাঁর উত্তরসূরিকে অভিনন্দন জানালেন ‘মামাজি’। মোহন যাদবকে তিনি ‘পরিশ্রমী’ বলে উল্লেখ করেছেন।
৩ ডিসেম্বর ভোট গণনার পর থেকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। এদিন সেই জল্পনার অবসান ঘটল। আর নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শিবরাজ সিংচৌহান লিখেছেন, “বিজেপির বিধায়ক দলের সভায়, কঠোর পরিশ্রমী বন্ধু মোহন যাদব মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যোগ্য নির্দেশনায়, আপনি মধ্য প্রদেশকে অগ্রগতি ও উন্নয়নের এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং জনকল্যাণের ক্ষেত্রে নয়া রেকর্ড তৈরি করবেন। এই নতুন দায়িত্বের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!”
कर्मठ साथी श्री @DrMohanYadav51 जी को भाजपा विधायक दल की बैठक में मध्यप्रदेश का मुख्यमंत्री मनोनीत किये जाने पर हार्दिक बधाई।
मुझे विश्वास है कि आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के कुशल मार्गदर्शन में आप मध्यप्रदेश को प्रगति एवं विकास की नई ऊँचाइयों पर ले जायेंगे तथा… pic.twitter.com/NkVo2PrV9x
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) December 11, 2023
প্রসঙ্গত, শিবরাজ চৌহানের নেতৃত্বাধীন বিদায়ী মন্ত্রিসভায় উচ্চশিক্ষা মন্ত্রীর পদে ছিলেন মোহন যাদব। দল এদিন তাঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনীত করার পর, উজ্জয়িন দক্ষিণের বিধায়ক মোহন যাদব বলেছেন, “আমি দলের একজন ছোট কর্মী। আমি আপনাদের সকলকে, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালবাসা এবং সমর্থন সঙ্গে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব।” মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি, জগদীশ দেওড়া এবং রাজেশ শুক্লাকে দুই উপমুখ্যমন্ত্রী করা হয়েছে।
রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য, বৃহস্পতিবার বিজেপি তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছিল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ এবং রাজ্যের জাতীয় সম্পাদক আশা লাকড়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০০৫ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর, শেষবার মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক করেছিল বিজেপি। সেই সময় শিবরাজ সিং চৌহান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ১৭ বছর পর ফের এক নয়া মুখ্যমন্ত্রী বেছে নিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।
এদিকে, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী মোহন যাদবের প্রায় ৯ কোটি টাকার ঋণ রয়েছে। হলফনামা অনুযায়ী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে তিনি মোট ৮,৫৪,৫০,৮৪৪ টাকা ধার নিয়েছেন। হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৪২ কোটি টাকা। রাজ্যের নির্বাচিত শীর্ষস্থানীয় ধনী বিধায়কদর অন্যতম এই নেতা। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের সবথেকে বড়লোক প্রার্থীদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন।