Pics: বৃহৎ অত্যাধুনিক বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হতে চলেছে অযোধ্যা এয়ারপোর্ট, দেখুন ছবি

Ayodhya Airport: গত ৮ ডিসেম্বর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, চলতি মাসের শেষেই নতুন রূপে খুলে যাবে অযোধ্যা বিমানবন্দর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরের উদ্বোধন করবেন। ঠিক কবে বিমানবন্দরের উদ্বোধন হবে তা এখনও স্থির হয়নি। তবে উড়ান পরিষেবার জন্য এই বিমানবন্দর যে প্রস্তুত, তা এদিন প্রকাশিত ছবি থেকেই স্পষ্ট।

Pics: বৃহৎ অত্যাধুনিক বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হতে চলেছে অযোধ্যা এয়ারপোর্ট, দেখুন ছবি
অযোধ্যা বিমানবন্দর।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 6:34 PM

অযোধ্যা: রাম মন্দিরকে (Ram Temple) কেন্দ্র করে সাজো-সাজো রব পড়ে গিয়েছে সমগ্র অযোধ্যায় (Ayodhya)। বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হলেই যে দেশ-বিদেশের পর্যটকের ভিড় সেখানে উপচে পড়বে, সে বিষয়ে সন্দেহ নেই। আর সেদিকে লক্ষ্য রেখেই অযোধ্যা বিমানবন্দরকে (Ayodhya Airport) নতুন করে গড়ে তোলা হয়েছে। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই চালু হয়ে যাবে ২৫০ কোটি ব্যয়ে নব-নির্মিত অযোধ্যা বিমানবন্দরের পরিষেবা। সোমবার সেই ঝাঁ-চকচকে বিমানবন্দরের প্রথম ছবি প্রকাশিত হল।

large image- Ayodhya Airport2 রাম মন্দিরের সঙ্গে সাযুজ্য রেখেই অযোধ্যা বিমানবন্দরের নকশায় তুলে ধরা হয়েছে হিন্দু পৌরাণিক সংস্কৃতি। নাগার শৈলীর মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে দ্বিতল বিমানবন্দরটি। বিমানবন্দরের দেওয়ালে শিল্পকর্মে তুলে ধরা হয়েছে রামায়ণ। যা শ্রীরাম জন্মভূমিতে পর্যটকদের স্বাগত জানানোর জন্য একেবারে যথার্থ বলে মনে করা হচ্ছে।

অযোধ্যার নব-নির্মিত বিমানবন্দরে প্রবেশের মূল পথে রয়েছে একটি বিশাল ধাপ বিশিষ্ট শিখর, যেমন মন্দিরের সর্বোচ্চ চূড়া হয়। এছাড়া গোটা বিমানবন্দরে বিভিন্ন স্তম্ভে, এমনকি সিলিংয়ে রামায়ণের মূল ঘটনাগুলি খচিত করা হয়েছে। বলা যায়, অযোধ্যার সমৃদ্ধ সংস্কৃতি এবং আধুনিক সুযোগ-সুবিধার একটি নিখুঁত মিশ্রণ হবে এই বিমানবন্দর।

অযোধ্যা বিমানবন্দরের নামও বদল করা হয়েছে। এটির নতুন নাম হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্ত্রজাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে একসঙ্গে ৭৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে এবং প্রতি ঘণ্টায় ৪টি উড়ান ওঠা-নামা করতে পারবে।

দিন কয়েক আগেই অযোধ্যা বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ১৭৮ জায়গার উপর নির্মিত এই বিমানবন্দরটি বড় অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলির মধ্যে একটি হতে চলেছে বলে জানান যোগী আদিত্যনাথ।

গত ৮ ডিসেম্বর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, চলতি মাসের শেষেই নতুন রূপে খুলে যাবে অযোধ্যা বিমানবন্দর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরের উদ্বোধন করবেন। ঠিক কবে বিমানবন্দরের উদ্বোধন হবে তা এখনও স্থির হয়নি। তবে উড়ান পরিষেবার জন্য এই বিমানবন্দর যে প্রস্তুত, তা এদিন প্রকাশিত ছবি থেকেই স্পষ্ট।