অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই ৩ বছরের শিশুর, পুড়ে ছাই ১৫০ কুঁড়েঘর

আগুন লাগার কারণ অবশ্য কিছু জানা যায়নি। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই ৩ বছরের শিশুর, পুড়ে ছাই ১৫০ কুঁড়েঘর
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2021 | 8:24 PM

নয়া দিল্লি: একেবারে সর্বগ্রাসী ভয়ানক আগুন। গোটা এলাকায় কালো ধোঁয়া। নয়ডার (Noida) সেক্টর ৬৩-এর বস্তির ছবি শিউরে ওঠার মতো। একাধিক কুঁড়েঘরে আগুন লেগেছে বলে জানিয়েছ গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনারেট। পুলিশের তরফে জানা গিয়েছে, বহ্ললপুর গ্রামের বস্তিতে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ অবশ্য কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল।

আগুনের জেরে প্রায় ১৫০টি কুঁড়েঘর পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দুই ৩ বছরের শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর মিলেছে।

এক স্থানীয় বাসিন্দার দাবি, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে বা শর্ট সার্কিট থেকে এই বিধ্বংসী আগুন লেগেছে। যদিও ঘটনাস্থানে উপস্থিত এক পুলিশ কর্মী জানান, দেড়-দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রায় ১৫০টিরও বেশি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

উদ্ধার হওয়া দুই শিশুর মৃতদেহ সম্পর্কে তিনি বলেন, “বস্তির বাসিন্দাদের মাধ্যমে ওই শিশু দুটি পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও অবধি কেউ নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানায়নি। ফলে হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই।”

অন্যদিকে, দমকলকর্মীরা জানান, বর্তমানে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে দরমার বেড়া দিয়ে বাড়িগুলি তৈরি হয়েছিল বলে এখনও জল দেওয়া হচ্ছে, যাতে কোনও ফায়ার পকেট তৈরি না হয়।