I2U2: ছয় ক্ষেত্রে যৌথ লগ্নি ‘আইটুইউটু’র! ঐতিহাসিক বৈঠকে যাত্রা শুরু করল ‘পশ্চিমের কোয়াড’

I2U2: বৃহস্পতিবার (১৪ জুলাই), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইজরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে চার-দেশীয় গোষ্ঠী আইটুইউটু (I2U2)-র ঐতিহাসিক প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

I2U2: ছয় ক্ষেত্রে যৌথ লগ্নি 'আইটুইউটু'র! ঐতিহাসিক বৈঠকে যাত্রা শুরু করল 'পশ্চিমের কোয়াড'
তৈরি হল নয়া চারদেশীয় গোষ্ঠী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 11:37 PM

নয়াদিল্লি: বৃহস্পতিবার (১৪ জুলাই), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইজরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে চার-দেশীয় গোষ্ঠী আইটুইউটু (I2U2)-র ঐতিহাসিক প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গোষ্ঠীকে বলা হচ্ছে ‘পশ্চিম এশিয়ার কোয়াড’। উদ্বোধনী বৈঠকে খাদ্য নিরাপত্তা সংকট ও পরিচ্ছন্ন জ্বালানির বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম বৈঠকেই ভারতে খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রতি দিল সংযুক্ত আরব আমিরশাহি। শীর্ষ সম্মেলনে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

শীর্ষ সম্মেলনে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী ‘আইটুইউটু’ গোষ্ঠীর কাঠামোর প্রশংসা করেন। তাঁর মতে, গোটা বিশ্বে যেভাবে অনিশ্চয়তা বাড়ছে, তার মধ্যে ব্যবহারিক সহযোগিতা গড়ে তোলার জন্য এটি অত্যন্ত ভাল মডেল। তিনি বলেন, ‘এই গোষ্ঠী বিশ্বব্যাপী শক্তি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই প্রথম শীর্ষ সম্মেলন থেকেই, আইটুইউটু একটি ইতিবাচক অ্যাজেন্ডা প্রতিষ্ঠা করেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে যৌথ প্রকল্প চিহ্নিত করেছি এবং সেই প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ার জন্য একটি রোডম্যাপ তৈরি করেছি।’

প্রধানমন্ত্রী মোদী জানান, আইটুইউটু গোষ্ঠীর কাঠামোর অধীনে, জল, শক্তি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য এবং খাদ্য – নিরাপত্তার এই ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে এই গোষ্ঠীর চার দেশ। তাঁর মতে, এই গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি এবং অ্যাজেন্ডাকে ‘প্রগতিশীল এবং বাস্তবোচিত’। এরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সহযোগিতামূলক কাঠামো ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মুখে ব্যবহারিক সহযোগিতার জন্য একটি ভাল মডেল।’

জানা গিয়েছে, ভারতের খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ২ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি। এই বিপুল বিনিয়োগে তারা গোটা ভারত জুড়ে বেশ কয়েকটি খাদ্য নিরাপত্তা পার্ক স্থাপন করবে। এই প্রকল্পের জন্য উপযুক্ত জমি প্রদান করবে ভারত সরকার। সেই সঙ্গে এই খাদ্য পার্কগুলির সঙ্গে কৃষকদের একীভূত করার কাজ করবে।