ICC World Cup: রাজনীতি নয়, আজ শুধুই ক্রিকেট নিয়ে আলোচনা, ফাইনালের আগেই যজ্ঞ বিভিন্ন রাজ্যে
Havan: শনিবার লখনউয়ে কংগ্রেসের পার্টি অফিসে যজ্ঞের আয়োজন করে উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট অজয় রাই। যজ্ঞ শেষে তাঁরা বলেন, "বিশ্বকাপে ভারতের জয় নিশ্চিত করতেই আমরা এই যজ্ঞ করছি। আমরা নিশ্চিত ভারত জয়ী হবেই"।
আহমেদাবাদ: আর যেন তর সইছে না। দুপুরেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি লড়াই ভারত বনাম অস্ট্রেলিয়ার। ২০ বছর আগে, ২০০৩ সালেও বিশ্বকাপে ফাইনালে উঠেছিল এই দুই দল। সেই বার ভারত জিততে পারেনি। এবার তারই বদলা নেওয়ার পালা। ভারতের জয় নিশ্চিত করতেই শহরে শহরে শুরু হল হোম, যাগ-যজ্ঞ। শনিবার যজ্ঞ বসে কংগ্রেস। লখনউয়ের সদর দফতরে ভারতের জয় নিশ্চিত করতেই এই যজ্ঞ করা হয়। এছাড়া দিল্লি, কলকাতা, আহমেদাবাদেও একাধিক জায়গায় যজ্ঞ করা হয়।
শনিবার লখনউয়ে কংগ্রেসের পার্টি অফিসে যজ্ঞের আয়োজন করে উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট অজয় রাই। যজ্ঞ শেষে তাঁরা বলেন, “বিশ্বকাপে ভারতের জয় নিশ্চিত করতেই আমরা এই যজ্ঞ করছি। আমরা নিশ্চিত ভারত জয়ী হবেই”। অন্যদিকে, উত্তর প্রদেশের মনকামেশ্বর মন্দিরেও বিশেষ যজ্ঞ করা হয়। কংগ্রেস কর্মীরা জানান, রবিবার ফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য সমস্ত পার্টি হেডকোয়ার্টারে বিশাল এলইডি স্ক্রিন বসানো হবে।
দিল্লিতেও কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি মাতা সুন্দরী গুরুদ্বারে যান টিম ইন্ডিয়ার সাফল্য কামনা করতে। তিনি বলেন, “বিরাট কোহলির কাছ থেকে অনেক আশা রয়েছে আমার। আজ পার্টি অফিসে আমরা সবাই একসঙ্গে বসে খেলা দেখব। রাজনীতির বদলে শুধুই ক্রিকেট নিয়ে চর্চা হবে আজ”। অন্যদিকে, জম্মুতেও শিবসেনা (ইউবিটি)-র কর্মী সমর্থকরা যজ্ঞ করেন।
শুধু রাজনীতিকরাই নন, ক্রিকেটপ্রেমীরাও কলকাতা, আহমেদাবাদে ভারতের জয় কামনা করে যাগ-যজ্ঞ করেন।