ICSE, ISC Result Announced: ৯৯ শতাংশ পাশের হার ICSE ও ISC-তে, মেয়েরা এগিয়ে ISC-তে
ICSE, ISC Result Declared: সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে সার্বিক পাশের হার ৯৯.৯৮ শতাংশ, আইএসসি-র ক্ষেত্রে পাশের হার ৯৯.৭৬ শতাংশ।
নয়া দিল্লি: প্রকাশিত হল আইসিএসই (ICSE) ও আইএসসি(ISC)-র ফলাফল। গতবছরের তুলনায় এ বার সার্বিক পাশের হার বেড়েছে বেশি কিছুটা। করোনাকালে পরীক্ষা না হওয়ায় ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা সরাসরি cisce.org বা results.cisce.org -এই দুটি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও তারা ইউনিক আইডি পাঠিয়ে নিজের ফলাফল জানতে পারবে।
পরীক্ষার্থীরা সরাসরি cisce.org বা results.cisce.org -এই দুটি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এসএমএসের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের ০৯২৪৮০৮২৮৮৩- এই নম্বরে তাদের ইউনিক আইডি পাঠাতে হবে। সেক্ষেত্রে প্রথমে আগে ICSE বা ISC লিখতে হবে, এরপর নিজেদের ইউনিক আইডি বসালেই মার্কশিট ও পাশ সার্টিফিকেট ডিজিলকারের মাধ্যমে পাওয়া যাবে।
কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই (CISCE)-র তরফে জানানো হয়েছে, আইসিএসই দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে সার্বিক পাশের হার ৯৯.৯৮ শতাংশ, আইএসসি বা দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ক্ষেত্রে পাশের হার ৯৯.৭৬ শতাংশ। আইসিএসই পরীক্ষায় দিল্লি এনসিআরে পাশের হার ১০০ শতাংশ। আইএসসি-র ক্ষেত্রেও দিল্লিতে পাশের হার ৯৯.৯৩ শতাংশ।
এ বছর আইএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ১১ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৫০ হাজার ৪৫৯ ও মেয়েদের সংখ্যা ছিল ৪৩ হাজার ৫৫২। পাশের হারের দিক থেকে ছেলেদের টপকে এগিয়ে রয়েছে মেয়েরাই। যেখানে ছেলেদের পাশের হার ৯৯.৬৬ শতাংশ, সেখানেই মেয়েদের হার ৯৯.৮৬ শতাংশ।
আইসিএসসির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ১৯ হাজার ৪৯৯। এরমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ৮৪৬ এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৫৩। আইসিএসসি-র ক্ষেত্রে ছেলে ও মেয়ে-উভয় পরীক্ষার্থীরাই ৯৯.৯৮ শতাংশ পেয়েছে।
ক্ষেত্র অনুযায়ী যদি আইএসসি পরীক্ষায় পাশের হার দেখা যায়, দেশের পশ্চিম ও দক্ষিণ অংশই সব থেকে এগিয়ে রয়েছে। সেখানে পাশের হার ৯৯.৯১ শতাংশ। দেশের উত্তর অংশে পাশের হার ৯৯.৭৫ শতাংশ। এরপর রয়েছে দেশের পূর্বাংশ, সেখানে পাশের হার ৯৯.৭০ শতাংশ। বিদেশে পাশের হার ১০০ শতাংশ
আইসিএসই বা দশম শ্রেণির ক্ষেত্রে পাশের ক্ষেত্রেও এগিয়ে দক্ষিণ ভারত। সেখানে পাশের হার ১০০ শতাংশ। এরপরই রয়েছে পশ্চিম অংশ, সেখানে পাশের হার ৯৯.৯৯ শতাংশ। পূর্বাংশে পাশের হার ৯৯.৯৮ শতাংশ এবং উত্তরে পাশের হার ৯৯.৯৭ শতাংশ। বিদেশে পরীক্ষার্থীদের পাশের হার১০০ শতাংশ।
গতকালই বোর্ডের সেক্রেটারি গ্যারি অ্যারাথুন জানিয়েছিলেন, বিগত বছর গুলির মতো এই বছর আইসিএসই ও আইএসই-র উত্তর পত্র পুনর্যাচাইয়ের সুবিধা থাকবে না। তবে যদি গণনা বা ছাপানোয় কোনও ভুল থাকে, তবে তা সংশোধন করার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষের কাছে কারণ জানিয়ে লিখিত আবেদন দিতে হবে।
যদি বোর্ডের তরফে রেজাল্টে কোনও ভুল থাকে, তবে সেক্ষেত্রে সিআইএসসিই-র তরফে স্কুল কর্তৃপক্ষগুলিকে জানানো হবে। আরও পড়ুন: ‘এর থেকে ভাল শুরু আর কিছু হয় না’, অলিম্পিকে চানুর পদক জয়ে আপ্লুত প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি