প্রেসার কুকারে ভরে মাটিতে পোঁতা ছিল আইইডি বিস্ফোরক, অল্পের জন্য প্রাণ বাঁচল জওয়ানদের

একটি প্রেসার কুকারের মধ্যে লুকিয়ে রাখা ছিল এই আইইডি বিস্ফোরক। ইন্দো-টিবেটান সীমান্তরক্ষী বাহিনীর ৪৫ নম্বর ব্যাটালিয়নের অদূরে এই বিস্ফোরক উদ্ধার হয়।

প্রেসার কুকারে ভরে মাটিতে পোঁতা ছিল আইইডি বিস্ফোরক, অল্পের জন্য প্রাণ বাঁচল জওয়ানদের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 3:58 PM

রায়পুর: ছত্তীসগঢ়ে মাওবাদী হামলায় ২২ আধাসেনা জওয়ানের মৃত্যুর ক্ষত এখনও শোকায়নি। এরই মধ্যে নতুন করে আইইডি বিস্ফোরণ উদ্ধার হওয়ার জেরে চাঞ্চল্য ছড়াল ছত্তীসগঢ়ের নারায়ণপুরে। সূত্রের খবর, একটি প্রেসার কুকারের মধ্যে লুকিয়ে রাখা ছিল এই আইইডি বিস্ফোরক। ইন্দো-টিবেটান সীমান্তরক্ষী বাহিনীর ৪৫ নম্বর ব্যাটালিয়নের অদূরে এই বিস্ফোরক উদ্ধার হয়।

সূত্রের খবর, সোমবার সকাল ১০ টা নাগাদ প্রেসার কুকারে লুকিয়ে রাখা এই আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়। বিস্ফোরকটিতে সিরিঞ্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল বলে খবর। যে সময় প্রেসার কুকারে ভর্তি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল তখন তা মাটিতে পোঁতা ছিল। ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। কিছুক্ষণের মধ্যেই ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন: ভোটের আগেই ভাটপাড়া পুরসভার কলাবাগানের পাশে অস্ত্র কারখানার হদিশ

গত ৮ এপ্রিলও একই ধরনের আইইডি বিস্ফোরক ছত্তীসগঢ়ের নারায়ণপুরেই উদ্ধার হয়েছিল। সে বারও আগেভাগে তা নিরাপত্তাকর্মীদের নজরে চলে আসায় নাশকতার ছক ভেস্তে যায়। এ বার ফের একবার মাওবাদীদের নাশকতার ছক ভেস্তে দিয়ে আইইডি বিস্ফোরক উদ্ধার হল। তবে একের পর এক বিস্ফোরক উদ্ধারের জেরে ছত্তীসগঢ়ে বারবার করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার গাফিলতির বিষয়টি আরও জোরালভাবে উঠে আসছে।

আরও পড়ুন: ঘাটে উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব শিকেয় তুলে পুণ্য অর্জনে কুম্ভে চলছে শাহি-স্নান