Monsoon Update: চাতক পাখি হয়ে চেয়ে থাকার দিন শেষ, আসছে বর্ষা, বড় আপডেট দিল মৌসম ভবন
Weather Forecast: এক টুকরো কালো মেঘ দেখতে আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে সবাই। তবে এই অপেক্ষার অবসান হতে চলেছে। বর্ষা নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। আজই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা।
নয়া দিল্লি: এপ্রিলের গোড়া থেকে শুরু হয়েছে, মে-র শেষে এসেও দহন সহ্য করতে হচ্ছে দেশবাসীকে। তাপমাত্রার সব রেকর্ড ভেঙে যাচ্ছে। বুধবারই নাকি দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি! এই অস্বস্তিকর গরম, তাপপ্রবাহ থেকে কবে মুক্তি মিলবে, এই প্রশ্ন সকলের মনে। এক টুকরো কালো মেঘ দেখতে আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে সবাই। তবে এই অপেক্ষার অবসান হতে চলেছে। বর্ষা নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। আজই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা।
বুধবার মৌসম ভবনের তরফে পূর্বাভাসে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে কেরলে। এই মৌসুমী বায়ুর হাত ধরেই দেশে প্রবেশ করতে পারে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কেরলে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও, এবার দু-একদিন আগেই প্রবেশ করতে পারে বর্ষা। উত্তর-পূর্বের কিছু অংশেও সময়ের আগেই বর্ষার আগমন হতে পারে।
প্রসঙ্গত, কেরলে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে। বুধবার মৌসম ভবনের তরফে তিরুবনন্তপুরম, ইদুক্কি, ত্রিশূর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোল্লাম, পাথানামিত্তা, আলুপুজ়া, কোট্টায়াম ও এর্নাকুলামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে।