আশাহত করছে অর্থনীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রত্যাশার থেকেও কম বৃদ্ধির আশঙ্কা

IMF: ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড (আইএমএফ)-এর পক্ষ থেকে আগের পূর্বাভাস বদলে নতুন আশঙ্কার কথা জানানো হয়েছে

আশাহত করছে অর্থনীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রত্যাশার থেকেও কম বৃদ্ধির আশঙ্কা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2021 | 11:44 PM

নয়া দিল্লি: যা অনুমান করা হয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের আর্থিক বৃদ্ধি তার থেকেও কম হবে। মঙ্গলবারই ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড (আইএমএফ)-এর পক্ষ থেকে আগের পূর্বাভাস বদলে নতুন আশঙ্কার কথা জানানো হয়েছে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে থেকে জানানো হয়েছিল, ২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ১২.৫ শতাংশের আশেপাশে থাকতে পারে। যদিও সেই পূর্বাভাস সংশোধন করে এ দিন জানানো হয়েছে, সেটা হবে ৯.৫ শতাংশের মতো।

১২.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৪ মাস আগেই জানানো হয়েছিল আইএমএফ-র তরফে। কিন্তু তখনও অতিমারির দ্বিতীয় ঢেউ তার ভয়াল রূপ দেখায়নি ভারতে। করোনার প্রথম ঢেউয়ের থেকেও অনেকাংশে বেশি বড় আকারে ধরা দেয় দ্বিতীয় ঢেউ। যার ফলে ফেল একবার রাজ্যভিত্তিক লকডাউনের সাক্ষী থাকতে হয় গোটা দেশকে। প্রথমবারের মতো দেশব্যাপী লকডাউন জারি না হলেও প্রত্যেক রাজ্যের পরিস্থিতি অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প, পরিবহন, সব ক্ষেত্রেই ফের নেমে আসে অচলাবস্থা। সেই পরিস্থিতির বাস্তব চিত্রটাই আর্থিক আকারে তুলে ধরা হয়েছে আইএমএফ-র পক্ষ থেকে।

যদিও এর পরের অর্থবর্ষে, অর্থাৎ ২০২২-২৩ আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাসে আশা দেখাতে পেরেছে আইএমএফ। আন্তর্জাতিক এই সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে সেই সময়ে আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা ৮.৫ শতাংশের পাশাপাশি থাকতে পারে। ফলে বর্তমানে ভারতীয় অর্থনীতির ছবিটা খুব একটা স্বস্তি না দিলেও আগামী সময় তা অগ্রগতির পথ ধরে হাঁটতে পারে বলেই ইঙ্গিত মিলছে। আরও পড়ুন: আস্থানাতেই আস্থা কেন্দ্রের, দিল্লির নতুন কমিশনার হলেন সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর