INDIA: বুধে রাজধানীতে বসছে ‘ইন্ডিয়া’-র প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক, থাকতে পারেন অভিষেক

Abhishek Banerjee: গত সপ্তাহেই 'ইন্ডিয়া' জোটের ১৪ সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে রয়েছেন কংগ্রেসের কে.সি বেণুগোপাল, এনসিপি-র শরদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।

INDIA:  বুধে রাজধানীতে বসছে 'ইন্ডিয়া'-র প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক, থাকতে পারেন অভিষেক
একমঞ্চে বিরোধীরা। ফাইল ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 9:44 AM

নয়া দিল্লি: যত সময় এগোচ্ছে, ততই সংগঠন মজবুত করতে মরিয়া ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। বিরোধী জোট সম্পূর্ণরূপে গঠন করতে তিনটি বৈঠকের পর এবার ইন্ডিয়া-র কো-অর্ডিনেশন কমিটির বৈঠক বসতে চলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত হবে এই বৈঠক। এটাই ইন্ডিয়া জোটের প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক। ন্যাশনাল কংগ্রেস পার্টি (NCP)-র প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনেই এই বৈঠক হবে বলে সূত্রের খবর।

গত সপ্তাহেই ‘ইন্ডিয়া’ জোটের ১৪ সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে রয়েছেন কংগ্রেসের কে.সি বেণুগোপাল, এনসিপি-র শরদ পাওয়ার, ডিএমকে-র টি.আর বাল্লু, জেডি (ইউ)-এর লালন সিং, সিপিআইয়ের ডি. রাজা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, জেএমএম-এর হেমন্ত সোরেন, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডি-র তেজস্বী যাদব, আপ-এর রাঘব চাড্ডা, এসপি-র জাভেদ আলি খান, পিডিপি-র মেহবুবা মুফতি এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে নির্বাচনের রণকৌশল এবং আসন রফা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর

কো-অর্ডিনেশন কমিটির বৈঠক বসার আগে আগামী মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির মিলাপ ভবনে ‘ইন্ডিয়া’-র প্রচার কমিটির বৈঠক বসবে। এই প্রচার কমিটির সদস্য তালিকায় রয়েছেন কংগ্রেসের গুরদীপ সিং সাপ্পল, জেডি(ইউ)-এর সঞ্জয় ঝা, শিব সেনার অনিল দেশাই, আরজেডি-র সঞ্জয় যাদব, এনসিপি-র পি.সি চাকো, জেএমএম-এর চম্পাই সোরেন, এসপি-র কিরণময় নন্দ, ন্যাশনাল কনফারেন্সের হাসনাইন মাসুদি, সিপিআইএমের অরুণ কুমার, সিপিআইয়ের বিনয় বিশ্বম, আপের সঞ্জয় সিং, আরএলডি-র শহিদ সিদ্দিকি, আরএসপি-র এন.কে প্রেমচন্দ্রন-সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ের বৈঠকেই ‘ইন্ডিয়া’ জোটের প্রচার কমিটি ও কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয়। এই বৈঠকে মোট ২৮টি দলের ৬৩ জন সদস্য অংশ নিয়েছিলেন। সেদিন নির্বাচনী রণকৌশলের পরবর্তী পদক্ষেপ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শীঘ্রই আসন রফা করা হবে বলেও বৈঠক শেষে জোটের তরফে জানানো হয়।