১ দিনে ১ কোটি! টিকাকরণে নতুন মাইলফলক ভারতের, দাতা-গ্রহীতাদের কুর্নিশ নমোর

শুক্রবার ঠিক রাত ১০ টা ১০ বাজার পরই এই ম্যাজিক ফিগার স্পর্শ করেছে দেশ।

১ দিনে ১ কোটি! টিকাকরণে নতুন মাইলফলক ভারতের, দাতা-গ্রহীতাদের কুর্নিশ নমোর
এক দিনে এক কোটি টিকাকরণ ভারতে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 10:59 PM

নয়া দিল্লি: বিশ্বের বৃহত্তম টিকাকরণ যজ্ঞে নয়া মাইলফলক ভারতের। ১ দিনে ১ কোটির বেশি করোনা টিকা প্রয়োগ করে নতুন রেকর্ড স্থাপন করল ভারত। শুক্রবার ঠিক রাত ১০ টা ১০ বাজার পরই এই ম্যাজিক ফিগার স্পর্শ করেছে দেশ। এই কীর্তিকে যারপরনাই খুশি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট করে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁদের যারা টিকা নিয়েছেন, এবং যারা টিকা দিয়েছেন।

প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, “টিকাকরণে আজ রেকর্ড হল! ১ কোটি সংখ্যা ছাড়িয়ে যাওয়া একটি অভাবনীয় কীর্তি। যারা ভ্যাকসিন নিচ্ছেন এবং যারা এই কর্মযজ্ঞকে সফল করছেন সবাইকে আমার কুর্নিশ।”

উল্লেখ্য, এর আগে একদিনে টিকাকরণের নিরিখে ভারতের সর্বোচ্চ রেকর্ড ছিল ৯৩ লক্ষের কাছাকাছি। কিন্তু আজকের রেকর্ড অতীতের সব রেকর্ড ভেঙে দিল। যদি এই হারে টিকাকরণ বজায় থাকে, তবে শীঘ্রই ভারত নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে বলে মনে করছেন চিকিৎসক মহল।

কোউইনে পাওয়া শেষ খবর অনুযায়ী, শুক্রবার গোটা দেশে একদিনে মোট ১ কোটি ৬৪ হাজার ৩২টি ভ্যাকসিনের ডোজ় প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে, একই সময়ের মধ্যে মোট ৬২ কোটির বেশি ডোজ় প্রয়োগ করা গিয়েছে ভারতে। ফলে ১৮ উর্ধ্ব যত সংখ্যক দেশবাসী রয়েছেন, তাঁদের মধ্যে ৫০ শতাংশকে টিকাকরণের আওতায় নিয়ে আসা গিয়েছে। ফলে চলতি বছরের মধ্যেই সমগ্র ভারতবাসীকে কমপক্ষে টিকার একটি ডোজ় দিয়ে ফেলার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে কেন্দ্র।

মাসখানেক সংক্রমণের হার নিম্নমুখী থাকার পর গত দু’দিন যাবৎ দৈনিক আক্রান্তের সংখ্য একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি যে নতুন করে দানা বাঁধছে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক সেই সময় টিকাকরণের এই নতুন নজির দেশবাসীকে অনেকটাই স্বস্তি দেবে।

শেষ ২৪ ঘণ্টায় ভারতে মোট ৪৪ হাজার ৬৫৮ জন কোভিড পজিটিভ ধরা পড়েছেন। যার মধ্যে ৩১ হাজার জনই কেরলের।  ফলে বাকি অন্যান্য রাজ্যের থেকেও কেন্দ্রকে বেশি চিন্তায় রেখেছে কেরলের কোভিড পরিস্থিতি। এই সময়ের মধ্য়ে গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। যার মধ্যে ১৭৯ টি মৃত্যু কেরলের। মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে সেখানে। পজিটিভিটির হার ১৯ শতাংশের উপরেই রয়েছে। যা কোনও মতেই কেরলকে নিয়ে ইতিবাচক থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। আরও পড়ুন: কত কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট? জানাল নতুন গবেষণা