‘করোনা ভগবানের কম্পিউটারে তৈরি, কে মরবে আর কে বাঁচবে, সেটাই ঠিক করে’, দাবি অসমের মন্ত্রীর

বিস্ফোরক মন্তব্য করে এ বার জাতীয় রাজনীতির চর্চার বিষয়বস্তু হয়ে উঠলেন অসমের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

| Edited By: | Updated on: Aug 27, 2021 | 11:35 PM
গুয়াহাটি: আলটপকা মন্তব্যের মাধ্যমে শিরোনামে উঠে আসায় নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। কোনও কোনও দলের ক্ষেত্রে মন্তব্যের পরিমাণ কম-বেশি হলেও প্রত্যেকে দলেই বিতর্কিত মন্তব্যের শিরোমণি কেউ না কেউ রয়েছেন। তেমনই বিস্ফোরক মন্তব্য করে এ বার জাতীয় রাজনীতির চর্চার বিষয়বস্তু হয়ে উঠলেন অসমের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

গুয়াহাটি: আলটপকা মন্তব্যের মাধ্যমে শিরোনামে উঠে আসায় নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। কোনও কোনও দলের ক্ষেত্রে মন্তব্যের পরিমাণ কম-বেশি হলেও প্রত্যেকে দলেই বিতর্কিত মন্তব্যের শিরোমণি কেউ না কেউ রয়েছেন। তেমনই বিস্ফোরক মন্তব্য করে এ বার জাতীয় রাজনীতির চর্চার বিষয়বস্তু হয়ে উঠলেন অসমের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

1 / 5
তাঁকে দাবি করতে শোনা গিয়েছে, কোভিড ১৯ ভাইরাস আসলে ভগবানের সুপার কম্পিউটারের সৃষ্টি। এখানেই শেষ ভাবলে ভুল হবে। তাঁর আরও দাবি, কে এই ভাইরাসে আক্রান্ত হবেন বা কার মৃত্যু হবে, সেটা সেই কম্পিউটারই ঠিক করে।

তাঁকে দাবি করতে শোনা গিয়েছে, কোভিড ১৯ ভাইরাস আসলে ভগবানের সুপার কম্পিউটারের সৃষ্টি। এখানেই শেষ ভাবলে ভুল হবে। তাঁর আরও দাবি, কে এই ভাইরাসে আক্রান্ত হবেন বা কার মৃত্যু হবে, সেটা সেই কম্পিউটারই ঠিক করে।

2 / 5
এক নয়, একাধিক দফতরের দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে। হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভার এই সদস্য একাই পরিবহন, শিল্প, পূর্বাঞ্চলের নীতি নির্ধারণ, সংখ্যালঘু উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন দফতর সামলান। সেই মন্ত্রীকেই বলতে শোনা গিয়েছে, "কে আক্রান্ত হবেন, কে হবেন না, এবং কাকেই বা এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে তা প্রকৃতি ঠিক করছে। এটা ভগবানের সুপার কম্পিউটারে হচ্ছে। যা মানুষ দ্বারা তৈরি নয়। সেই কম্পিউটারই কোভিড ১৯ ভাইরাসকে ২ শতাংশ মৃত্যুর হার নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে।"

এক নয়, একাধিক দফতরের দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে। হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভার এই সদস্য একাই পরিবহন, শিল্প, পূর্বাঞ্চলের নীতি নির্ধারণ, সংখ্যালঘু উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন দফতর সামলান। সেই মন্ত্রীকেই বলতে শোনা গিয়েছে, "কে আক্রান্ত হবেন, কে হবেন না, এবং কাকেই বা এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে তা প্রকৃতি ঠিক করছে। এটা ভগবানের সুপার কম্পিউটারে হচ্ছে। যা মানুষ দ্বারা তৈরি নয়। সেই কম্পিউটারই কোভিড ১৯ ভাইরাসকে ২ শতাংশ মৃত্যুর হার নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে।"

3 / 5
চন্দ্রমোহন পাটোয়ারির আরও সংযোজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিজ্ঞানীরা এই ভাইরাসকে নিকেশ করতে কোনও প্রতিষেধক আবিষ্কারে ব্যর্থ হয়েছে। এবং প্রকৃতি এখন মানব সভ্যতার সঙ্গে যুদ্ধে নেমেছে।

চন্দ্রমোহন পাটোয়ারির আরও সংযোজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিজ্ঞানীরা এই ভাইরাসকে নিকেশ করতে কোনও প্রতিষেধক আবিষ্কারে ব্যর্থ হয়েছে। এবং প্রকৃতি এখন মানব সভ্যতার সঙ্গে যুদ্ধে নেমেছে।

4 / 5
তিনি বলেন, "যে বিজ্ঞানীরা করোনা নিয়ে জ্ঞান দিয়েছিলেন তাঁরা কোথায়? ভাইরাসকে নির্মূল করতে তাঁরা কোনও ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পরও মানুষের মৃত্যু হচ্ছে। এই রোগের উপর একমাত্র প্রকৃতির নিয়ন্ত্রণ রয়েছে এবং প্রকৃতিই পারে একে মুছে ফেলতে। আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম, এখন প্রকৃতি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে।"

তিনি বলেন, "যে বিজ্ঞানীরা করোনা নিয়ে জ্ঞান দিয়েছিলেন তাঁরা কোথায়? ভাইরাসকে নির্মূল করতে তাঁরা কোনও ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পরও মানুষের মৃত্যু হচ্ছে। এই রোগের উপর একমাত্র প্রকৃতির নিয়ন্ত্রণ রয়েছে এবং প্রকৃতিই পারে একে মুছে ফেলতে। আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম, এখন প্রকৃতি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে।"

5 / 5
Follow Us: