এক নয়, একাধিক দফতরের দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে। হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভার এই সদস্য একাই পরিবহন, শিল্প, পূর্বাঞ্চলের নীতি নির্ধারণ, সংখ্যালঘু উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন দফতর সামলান। সেই মন্ত্রীকেই বলতে শোনা গিয়েছে, "কে আক্রান্ত হবেন, কে হবেন না, এবং কাকেই বা এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে তা প্রকৃতি ঠিক করছে। এটা ভগবানের সুপার কম্পিউটারে হচ্ছে। যা মানুষ দ্বারা তৈরি নয়। সেই কম্পিউটারই কোভিড ১৯ ভাইরাসকে ২ শতাংশ মৃত্যুর হার নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে।"