এক পা এগোলেই তুড়ি মেরে উড়িয়ে দেবে ভারত, রাশিয়া থেকে যা এল! শত্রুতা করার আগে দু’বার ভাবতে হবে
Indian Defence: শুধুমাত্র প্রতিরক্ষা নয়, সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স - সব ক্ষেত্রেই ভারত ও রাশিয়া একে অপরের সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাজনাথ সিং।
মস্কো: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুদের এখন যে কোনও সময় জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারত। একদিকে, দেশের মাটিতে অস্ত্র সহ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে মোদী সরকার, অন্যদিকে থেমে নেই আমদানিও। ভারতের হাত আরও শক্ত করল রাশিয়া। ভারতের রণসজ্জার কাছে হার মানতে বাধ্য হবে শত্রু-দেশ।
ভারতের যুদ্ধ লড়ার অভিজ্ঞতা আছে, তাই প্রতিরক্ষার ক্ষেত্রে কোনও আপোষ করে না দিল্লি। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে সুর চড়তে শুরু করেছে বাংলাদেশে। ভারতকে ‘শত্রু’ বলে লিফলেটও বিলি করা হচ্ছে। এরই মধ্যে ভারতের হাতে এল নতুন যুদ্ধজাহাজ আইএনএস তুশীল।
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে ভারতের হাতে তুলে দেওয়া হয় এই যুদ্ধজাহাজ। ৩৯০০ টনের এই স্টিলথ ফ্রিজেটে রয়েছে অত্যাধুনিক অস্ত্র থেকে সেন্সর।
এই খবরটিও পড়ুন
এই যুদ্ধজাহাজ ভারতের হাতে আসার পর দুই দেশের সহযোগিতা যে অন্য মাত্রায় পৌঁছল, তেমনটাই বললেন রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, শুধুমাত্র প্রতিরক্ষা নয়, সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স – সব ক্ষেত্রেই ভারত ও রাশিয়া একে অপরের সহযোগিতা করবে। আইএনএস তুশীল সে ক্ষেত্রে এক মাইলস্টোন বলেও উল্লেখ করেছেন তিনি।
আইএনএস তুশীল প্রায় ১২৫ মিটার দীর্ঘ। সমুদ্রে যে কোনও যুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম এটি। এটাই শেষ নয়, এরপর ভারতের জলে নামবে রাশিয়ার তৈরি আরও এক যুদ্ধজাহাজ ‘আইএনএস তমাল’।
ব্রহ্মোস সুপারসনিক মিসাইল ছাড়াও আইএনএস তুশীলে থাকছে মাঝারি পাল্লার অ্যান্টি এয়ার সারফেস গান। থাকছে টর্পোডে থেকে রকেট যা সাবমেরিনেও আঘাত করতে পারবে। ৩০ নট পর্যন্ত গতিতে ছুটতে পারে এটি। কামোভ-২৮ ও কামোভ- ৩১ নামে দুটি হেলিকপ্টার থাকছে এতে, যা আগে থেকে শত্রুর অবস্থান নিয়ে সতর্ক করতে সক্ষম। মোট চারটি ফ্রিজেটের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। প্রথম দুটি রাশিয়া থেকে নিয়ে আসা হবে, পরের দুটি তৈরি হবে গোটা শিপইয়ার্ডে।