Cheetah: আর ৮-১০ টা নয়, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসবে ১০০টি চিতা! আগামী মাসেই দেখা মিলবে নতুন অতিথির

India-South Africa Deal: গত ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় ৮টি আফ্রিকান চিতা, যার মধ্যে ছিল ৫টি পুরুষ ও ৩টি মহিলা চিতা।

Cheetah: আর ৮-১০ টা নয়, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসবে ১০০টি চিতা! আগামী মাসেই দেখা মিলবে নতুন অতিথির
কুনোর জঙ্গলে চিতা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2023 | 7:49 AM

নয়া দিল্লি: কুুনোর চিতাদের মনে আছে? ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে উড়ে এসেছিল আটটি আফ্রিকান চিতা (African Cheetah)। আপাতত তাদের ঠিকানা মধ্য প্রদেশের (Madhya Pradesh) কুনোর জঙ্গলে (Kuno National Park)। নতুন বছরেই আবার মিলল সুখবর। দেশে আসতে চলেছে আরও ১০০টি চিতা। বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার (South Africa) তরফে জানানো হয়, ‘প্রজেক্ট চিতা’র অধীনে দুই দেশই একটি চুক্তিতে সম্মত হয়েছে যেখানে ভারতে আরও ১০০টি চিতা পাঠানো হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলি, যেখান থেকে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেখানে ফের একবার চিতার বসবাস ও বংশবৃদ্ধির জন্যই এই চুক্তি করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে এসেছিল ৮টি চিতা। পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এই চুক্তিতে যে ১০০টি চিতা আসার কথা, তার প্রথম ধাপে আগামী ফেব্রুয়ারি মাসেই ১২টি চিতাকে ভারতে আনা হবে। প্রত্যেক বছরই এভাবে ১২টি করে চিতা আনার পরিকল্পনা সরকারের। এভাবে আগামী ৮ থেকে ১০ বছরে দেশে চিতা আনার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই প্রক্রিয়ায় চিতাদের জন্যও একটি সুরক্ষিত ও মানানসই পরিবেশ গড়ে তোলা যাবে, যা পরবর্তী সময়ে চিতার বংশবৃদ্ধিতে সাহায্য করবে।

উল্লেখ্য, এক সময়ে ভারতে বসবাস ছিল এশিয়াটিক চিতার। কিন্তু ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। মূলত বাসস্থান হারানো ও শিকারিদের কারণেই ভারত থেকে নির্মূল হয়ে যায় চিতা। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই ৭৫ বছর পর ফের ভারতে ফিরেছে চিতা।
দেশে চিতা আনা নিয়ে দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকা সরকারের সঙ্গে চুক্তির আলোচনা হচ্ছিল। গত বছরই অগস্ট মাসে প্রথম চিতা আসার কথা ছিল। পরে তা সেপ্টেম্বরে ভারতে আসে। গত ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় ৮টি আফ্রিকান চিতা, যার মধ্যে ছিল ৫টি পুরুষ ও ৩টি মহিলা চিতা। চিতাদের নাম রাখা হয় ফ্রেডি, আলটন, সাভানা, সাশা, ওবান, আশা, সিবিলি এবং সাইসা। প্রায় দু’মাস কোয়ারন্টিনে রাখা হয় চিতাদের। পরে তাদের একে একে কুনোর খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।