QUAD Summit: ২০২৪ সালে কোয়াড সম্মেলনের আয়োজন করতে পারলে খুশি হবে ভারত: মোদী
PM Narendra Modi: জি৭-এর পাশাপাশি কোয়াড সম্মেলনও হচ্ছে জাপানোর হিরোসিমায়। বছর কয়েক আগে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছিল কোয়াড। সেই কোয়াড দুনিয়ার চলতি স্থিতিকে পরিবর্তনের ক্ষমতা রাখে বলে এ দিন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
টোকিও: ২০২৪ সালের কোয়াড সম্মেলনের আয়োজন করতে চাইছে ভারত। শনিবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি৭ ও কোয়াড সম্মেলনে যোগ দিতে শনিবারই জাপানের হিরোসিমা শহরে গিয়েছেন মোদী। সেখানে কোয়াড সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। কোয়াডে বা চতুর্দেশীয় অক্ষে ভারত ছাড়াও রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসের উপস্থিতিতেই কোয়াড সম্মেলন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলন আয়োজনের বিষয়ে মোদী জানিয়েছেন, ২০২৪ সালে কোয়াড সম্মেলন আয়োজন করতে পারলে খুশি হবে ভারত। কোয়াডের কাজ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্বের মানুষের উন্নতি, ভালো থাকা ও শান্তির লক্ষ্যে আগামী দিনেও ভূমিকা পালন করবে কোয়াড।”
জি৭-এর পাশাপাশি কোয়াড সম্মেলনও হচ্ছে জাপানোর হিরোসিমায়। বছর কয়েক আগে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছিল কোয়াড। সেই কোয়াড দুনিয়ার চলতি স্থিতিকে পরিবর্তনের ক্ষমতা রাখে বলে এ দিন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, “আমি মনে হয় মানুষ কোয়াডের দিকে আগামী ২০-৩০ বছর তাকিয়ে থাকবে। শুধু ওই ভৌগলিক এলাকার নয় গোটা বিশ্বের স্থিতি পরিবর্তন করতে পারে কোয়াড। গত ২ বছরে কোয়াড প্রভূত উন্নতি করেছে।” জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও কোয়াডের কার্যকারিতা নিয়ে নিজেদের আশার কথা ব্যক্ত করেছেন হিরোসিমার সম্মেলনে। দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় কোয়াডের উপস্থিতির প্রভাব আরও জোরালো হবে বলে আশা প্রকাশের তাঁরা।
এ বছর কোয়াড সম্মেলন অবশ্য অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়সূচির আগেই তা অনুষ্ঠিত হল জাপানে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইজেন ওয়াশিংটনে একটি অনুষ্ঠান সূচি থাকায় তিনি অস্ট্রেলিয়া সফর বাতিল করেন। জাপান সফর সেরেই তিনি ফিরে যাবেন নিজের দেশে। সে জন্যই কোয়াড সম্মেলন অস্ট্রেলিয়ার বদলে জাপানের হিরোসিমায় আয়োজন করা হল। সেখানেই ২০২৪ সালে কোয়াড সম্মেলন আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেন মোদী। ২০১৭ সালে কোয়াড গঠিত হয়েছিল। যদিও তা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছিল চিন।