Mohammed Shami: হাসপাতালে ভর্তি মা, ফাইনাল ম্যাচের আগেই চিন্তায় মহম্মদ সামি
Uttar Pradesh: জানা গিয়েছে, রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন মহম্মদ সামির মা আঞ্জুম আরা। উত্তর প্রদেশের আমরোহায় একটি হাসপাতালে ভর্তি তিনি।
নয়া দিল্লি: বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই চিন্তায় মহম্মদ সামি (Mohammed Shami)। ম্যাচ নিয়ে নয়, পরিবার নিয়েই চিন্তায় ভারতীয় টিমের তারকা বোলার। ম্য়াচের আগেই অসুস্থ হয়ে পড়লেন মহম্মদ সামির মা। জানা গিয়েছে, রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন মহম্মদ সামির মা অঞ্জুম আরা (Anjum Ara)। উত্তর প্রদেশের (Uttar Pradesh) আমরোহায় একটি হাসপাতালে ভর্তি তিনি। সামির মায়ের সঙ্গে বর্তমানে তাঁর মেয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এ দিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহম্মদ সামির মা অঞ্জুম আরা। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি কেমন রয়েছেন, তা এখনও জানা যায়নি।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই রবিবার সকালে মহম্মদ সামির সঙ্গে ফোনে কথা বলেন তাঁর মা। ছেলের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং ম্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছাও জানান। টিমের বাকি সদস্যদের সম্পর্কেও খোঁজ-খবর করেন তিনি।
#WATCH उत्तर प्रदेश: क्रिकेटर मोहम्मद शमी की मां अंजुम आरा ने कहा, “भगवान बच्चों (भारतीय क्रिकेट टीम) को जिताएं और उन्हें खुशी से घर वापस लाएं…” pic.twitter.com/XDwnxV93C5
— ANI_HindiNews (@AHindinews) November 18, 2023
টিভি৯ ভারতবর্ষকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহম্মদ সামির মা জানিয়েছিলেন যে আজকের ম্যাচে নিশ্চিতভাবে ভারতই জিতবে।