আফগান প্রশাসনের পতন হতেই টুইটে ঘানির সমালোচনা! ভারতকে কালিমালিপ্ত করতে নতুন ছক ‘শত্রু’র
ভারতের সঙ্গে আফগানিস্তানের অতীত সম্পর্ক এবং বর্তমান পরিস্থিতিতে আফগান প্রশাসনের সমালোচনা দুই দেশের মধ্যে সম্পর্ককে খারাপ করবে, এই উদ্দেশ্য নিয়েই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই টুইটটি করা হয়েছিল বলে সন্দেহ।
কাবুল: আফগানিস্তান (Afghanistan) তালিবানের (Taliban) হাতে চলে যাওয়া এবং প্রেসিডেন্ট আসরাফ ঘানি(Ashraf Ghani)-র দেশ ছেড়ে পালানোর খবর মিলতেই টুইটে আফগান প্রশাসনের তুমুল সমালোচনা ভারতের! যে আফগানিস্তানের পাশেই বরাবর দাঁড়িয়েছে ভারত, তাদেরই বিপদের সময়ে সমালোচনা করছে ভারত, বিষয়টি নিয়ে খটকা তৈরি হতেই জানা গেল আসল ঘটনা।
যখন আফগানিস্তানের দখল নিচ্ছে তালিবানরা, সেই সময়ই ভারতে আফগানিস্তানের দূতাবাসের টুইটার অ্যাকাউন্টও হ্যাক (Twitter Account Hack) হয়ে গেল। ভারতে আফগানিস্তানের সংবাদমাধ্যম সচিব আবদুল্লাহ আজ়াদ জানান, ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি নিজস্ব টুইট অ্যাকাউন্ট থেকে লেখেন, “আফগানিস্তানের দূতাবাসের টুইটার অ্য়াকাউন্ট খুলতে পারছি না। আমার এক বন্ধু এই টুইটের স্ক্রিনশট পাঠিয়েছেন আমায়, টুইটটি আমার অ্যাকাউন্ট যাতে দেখা না যায়, তার জন্য লুকিয়ে রাখা হয়েছে। আমি বারবার লগ ইন করার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। মনে হয় অ্যাকাউন্ট হ্য়াক করা হয়েছে।”
I have lost access to Twitter handle of @AfghanistanInIN, a friend sent screen shot of this tweet, (this tweet is hidden from me.) I have tried to log in but can’t access. Seems it is hacked. @FMamundzay @FFazly @hmohib pic.twitter.com/kcdlGMpCZ7
— Abdulhaq Azad (@AbdulhaqA) August 16, 2021