আফগান প্রশাসনের পতন হতেই টুইটে ঘানির সমালোচনা! ভারতকে কালিমালিপ্ত করতে নতুন ছক ‘শত্রু’র

ভারতের সঙ্গে আফগানিস্তানের অতীত সম্পর্ক এবং বর্তমান পরিস্থিতিতে আফগান প্রশাসনের সমালোচনা দুই দেশের মধ্যে সম্পর্ককে খারাপ করবে, এই উদ্দেশ্য নিয়েই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই টুইটটি করা হয়েছিল বলে সন্দেহ।

আফগান প্রশাসনের পতন হতেই টুইটে ঘানির সমালোচনা! ভারতকে কালিমালিপ্ত করতে নতুন ছক 'শত্রু'র
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে কী পোস্ট করা হয়েছিল?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 10:37 AM

কাবুল: আফগানিস্তান (Afghanistan) তালিবানের (Taliban) হাতে চলে যাওয়া এবং প্রেসিডেন্ট আসরাফ ঘানি(Ashraf Ghani)-র দেশ ছেড়ে পালানোর খবর মিলতেই টুইটে আফগান প্রশাসনের তুমুল সমালোচনা ভারতের! যে আফগানিস্তানের পাশেই বরাবর দাঁড়িয়েছে ভারত, তাদেরই বিপদের সময়ে সমালোচনা করছে ভারত, বিষয়টি নিয়ে খটকা তৈরি হতেই জানা গেল আসল ঘটনা।

যখন আফগানিস্তানের দখল নিচ্ছে তালিবানরা, সেই সময়ই ভারতে আফগানিস্তানের দূতাবাসের টুইটার অ্যাকাউন্টও হ্যাক  (Twitter Account Hack) হয়ে গেল। ভারতে আফগানিস্তানের সংবাদমাধ্যম সচিব আবদুল্লাহ আজ়াদ জানান, ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি নিজস্ব টুইট অ্যাকাউন্ট থেকে লেখেন, “আফগানিস্তানের দূতাবাসের টুইটার অ্য়াকাউন্ট খুলতে পারছি না। আমার এক বন্ধু এই টুইটের স্ক্রিনশট পাঠিয়েছেন আমায়, টুইটটি আমার অ্যাকাউন্ট যাতে দেখা না যায়, তার জন্য লুকিয়ে রাখা হয়েছে। আমি বারবার লগ ইন করার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। মনে হয় অ্যাকাউন্ট হ্য়াক করা হয়েছে।”

রবিবার তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পরই ভারতে অবস্থিত আফগানিস্তান দূতাবাসের তরফে প্রেসিডেন্ট আসরাফ ঘানির চরম সমালোচনা করা হয়। এরপরই সন্দেহ তৈরি হয়। দূতাবাসের তরফে সন্দেহজনক গতিবিধির অভিযোগ জানাতই ওই বিতর্কিত টুইটটি ডিলিট হয়ে যায়।
অ্য়াকাউন্ট হ্যাক হওয়া ঘিরেও সন্দেহের তীর সন্ত্রাসবাদী সংগঠনগুলির দিকেই গিয়েছে। ভারতের সঙ্গে আফগানিস্তানের অতীত সম্পর্ক এবং বর্তমান পরিস্থিতিতে আফগান প্রশাসনের সমালোচনা দুই দেশের মধ্যে সম্পর্ককে খারাপ করবে, এই উদ্দেশ্য নিয়েই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই টুইটটি করা হয়েছিল বলে সন্দেহ।
একই কারণে গতকালই মার্কিন দূতাবাসের সমস্ত গুরুত্বপূর্ণ ও গোপন নথি নষ্ট করে ফেলা হয়। সে দেশের পতাকা,  প্রতীক সহ যাবতীয় চিহ্নও সরিয়ে ফেলা হয়। এর কারণ হিসাবে জানানো হয়েছিল, বিশ্বের কাছে ভুল বার্তা পাঠানো যায়, এমন কোনও সামগ্রীই রাখা যাবে না। সমস্ত সামগ্রীই নষ্ট করে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি দূতাবাসে মার্কিন নাগরিক এবং আফগান ও মার্কিন সরকারের যাবতীয় নথিও নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ভারতও “জরুরি পরিস্থিতিতে ধ্বংসাত্বক নীতি” অনুসরণ করবে কিনা, তাই-ই এখন দেখার। ইতিমধ্যেই গতকাল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ১৯৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। বাকি ভারতীয় প্রতিনিধি ও নাগরিকদের ফিরিয়ে আনার জন্যও পরিকল্পনা চলছে। ভারতীয় বায়ু সেনার সামরিক পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার প্রস্তুত রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে তা আফগানিস্তানে পাঠানো হতে পারে উদ্ধারকার্যের জন্য। আরও পড়ুন: ‘যারা দেশ ছেড়ে চলে যেতে চান, তাদের যেতে দেওয়া হোক’, তালিবানের কাছে আবেদন আমেরিকা সহ ৬৫ দেশের