হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন সুস্মিতা দেব? সকালে ইস্তফার পরই কলকাতা সফরে প্রাক্তন সাংসদ
রাহুল ঘনিষ্ট তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের ইস্তফার পরই দলের ভিতরে ডামাডোল শুরু হয়ে যায়। গত সপ্তাহ অবধিও তিনি দলের সমস্ত কর্মসূচিতে যুক্ত ছিলেন।
নয়া দিল্লি: হাত ছেড়ে কি ঘাসফুলে যোগ দিতে চলেছেন সুস্মিতা দেব? কংগ্রেস থেকে পদত্য়াগ করার পরই তৃণমূলে যোগ দেওয়া ঘিরে তুমুল জল্পনা। সূত্রের খবর, আজই কলকাতায় আসতে পারেন তিনি, দেখা করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
সোমবার সকালেই কংগ্রেস থেকে ইস্তফা দেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। দলনেত্রী সনিয়া গান্ধীর কাছে ইতিমধ্যেই তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন। বেলা গড়াতেই জল্পনা শোনা যায়, বিজেপি নয়, বরং তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করতে পারেন তিনি।
সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “উচ্চতর নেতৃত্ব যখন তাঁকে স্বাগত জানাচ্ছেন, তখন আমরাও তাঁকে স্বাগত জানাব। তিনি অত্যন্ত অভিজ্ঞ সংসদ ছিলেন। খুবই কর্মঠ মানুষ, তৃণমূল স্তরে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় মহিলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। তিনি যদি দলে আসেন, আমরা উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলে একসঙ্গে কাজ করব।”
রাহুল ঘনিষ্ট তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের ইস্তফার পরই দলের ভিতরে ডামাডোল শুরু হয়ে যায়। গত সপ্তাহ অবধিও তিনি দলের সমস্ত কর্মসূচিতে যুক্ত ছিলেন। সংসদে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বিক্ষোভ থেকে শুরু করে সম্প্রতি দিল্লিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে যখন বিতর্কের মুখে পড়েছিলেন রাহুল গান্ধী, সেই সময়ও পাশে দাড়িয়েছিলেন সুস্মিতা। নিজের টুইটার অ্যাকাউন্টের ছবি বদলে ফেলেছিলেন তিনি। পরে তার অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ করে দেয় টুইটার।
এ দিন সকালেই সুস্মিতা দেবের টুইটার প্রোফাইলে দেখা যায়, নিজেকে কংগ্রেসের প্রাক্তন সদস্য় বলে পরিচয় দিয়েছেন তিনি। তিন দশক ধরে কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক তার, তা ছিন্ন করার কারণ না জানালেও দলনেত্রী সনিয়া গান্ধী থেকে শুরু করে দলের বাকি সদস্যদের ধন্যবাদ জানান। জনসেবার কাজেই তিনি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন ইস্তফাপত্রে।
একদিকে যেখানে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোট করতে ব্যস্ত কংগ্রেস। বাদল অধিবেশনেও ঘনঘন বৈঠক করেছেন ১৪ জন বিরোধী দলনেতা। মাঝে কয়েকটি বৈঠকে তৃণমূল যোগ দিলেও বিরোধীদের বাকি কর্মসূচি এড়িয়েই গিয়েছে তৃণমূল। প্রশ্ন করলে জবাব দেওয়া হয়েছে, “সঠিক সময়ে জানানো হয়নি। বোঝাপড়ার অসুবিধাতেই যোগ দিতে পারেননি তারা।” এ দিকে, সুস্মিতা দেবের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হতেই প্রশ্ন উঠছে, তবে কি এ বার জাতীয় স্তরেও দল ভাঙানোর খেলায় মাতল জোড়াফুল?
অন্যদিকে, আজ যদি সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তবে সর্বভারতীয় রাজনীতি থেকে দ্বিতীয় কোনও নেতা তৃণমূলে যোগ দেবেন যশবন্ত সিনহার পর। বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। দলে যোগ দেওয়ার পরই তাঁকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। সূত্রের খবর, সুস্মিতা দেব যদি যোগ দেন, তাঁকেও রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল।
আরও পড়ুন: আফগান প্রশাসনের পতন হতেই টুইটে ঘানির সমালোচনা! ভারতকে কালিমালিপ্ত করতে নতুন ছক ‘শত্রু’র