Indian Medical Student dies in China: চিনে ইন্টার্নশিপ করতে গিয়ে ভারতীয় মেডিক্যাল ছাত্রের মৃত্যু, দেহ ফেরাতে বিদেশমন্ত্রকের দ্বারস্থ পরিবার
ইন্টার্নশিপ করার জন্য ভারত থেকে চিনে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্র। তারপর তাঁর মৃত্যুর খবর এল।
হায়দরাবাদ: চিনে ইন্টার্নশিপ করতে গিয়ে মৃত্যু হল ভারতীয় মেডিক্যাল ছাত্রের। হঠাৎ করে অসুস্থ হয়েই ২২ বছর বয়সি তামিলনাড়ুর ওই ছাত্রের মৃত্যু হয়েছে। যদিও ঠিক কী ধরনের অসুস্থতা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তবে ইন্টার্নশিপ করার জন্য ভারত থেকে চিনে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্র। তারপর তাঁর মৃত্যুর খবর এল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রের পরিবার সহ গোটা দেশে। ছাত্রটির দেহ ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আব্দুল শেখ (২২)। তামিলনাড়ুর বাসিন্দা আব্দুল শেখ ডাক্তারি পড়ুয়া। তিনি চিনে ডাক্তারি পড়াশোনা শেষ করে সেখানেই ইন্টার্নশিপ করছিলেন। সম্প্রতি দেশে এসেছিলেন এবং গত ১১ ডিসেম্বর ফের চিনে ফিরে যান। তারপর কোভিড বিধি মেনে আটদিন কোয়ারেন্টিনে থেকে কাজে যোগ দেওয়ার পরই আব্দুল অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আব্দুলের ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
আব্দুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, ডাক্তারি পড়াশোনার সূত্রে বিগত পাঁচ বছর ধরে চিনে ছিলেন আব্দুল। সম্প্রতি ডাক্তারির কোর্স সম্পূর্ণ করে চিনের উত্তর-পূর্বাঞ্চলের হিলোংজিয়াং প্রদেশের কুইকিহার মেডিক্যাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করছিলেন আব্দুল শেখ। সম্প্রতি তিনি দেশে এসেছিলেন। তারপর গত ১১ ডিসেম্বর তিনি চিনে ফিরে যান। কোভিড বিধি মেনে ৮ দিন কোয়ারেন্টিনে থাকার পর কুইকিহার মেডিক্যাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপে যোগদান করেন আব্দুল। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
আব্দুলের মৃত্যুর খবর আসতেই তাঁর দেহ ফিরিয়ে আনতে উদ্যত হয়েছে পরিবার। কিন্তু, নিম্নমধ্যবিত্ত আব্দুলের পরিবারের পক্ষে বিদেশ থেকে দেহ ফিরিয়ে আনার বিপুল খরচ বহন করা সম্ভব নয়। তাই চিন থেকে ছেলের দেহ ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছে আব্দুলের পরিবার। যদিও বিদেশমন্ত্রকের তরফে এবিষয়ে এখনও কোনও আশ্বাস মেলেনি।