Indian Railway: একাকী মহিলা ট্রেনে যাবেন? জেনে নিন রেলের এই বিশেষ নিয়ম

Indian Railway: রয়েছে অনেক নিয়ম। ৪৫ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয় নীচের বার্থে। মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রেলওয়ে এই সুবিধা প্রদান করে। রেল তার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন পদক্ষেপ করেছে।

Indian Railway: একাকী মহিলা ট্রেনে যাবেন? জেনে নিন রেলের এই বিশেষ নিয়ম
ভারতীয় রেলImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 7:12 AM

নয়া দিল্লি: ভারতীয় রেলকে বলা হয় দেশের ‘লাইফলাইন’। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গন্তব্যে যায় ট্রেনে চেপে। তবে মহিলাদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় । যেমন প্রতিটি কোচে কিছু আসন বা সম্পূর্ণ কোচ সংরক্ষিত থাকে মহিলাদের জন্য। এছাড়াও রেলের পক্ষ থেকে মহিলাদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া হয়। অনেকেই এই সম্পর্কে জানেন না। যদি কোনও মহিলা যদি একা যাত্রা করার জন্য ট্রেনের টিকিট বুক করেন তবে তাঁকে রিজার্ভেশন দেওয়ার সময় একটি বিশেষ জিনিস মাথায় রাখা হয়।

আইআরসিটিসি-এর মাধ্যমে একটি ট্রেনে একটি টিকিট কেনেন, তবে তাঁকে কখনই এমন একটি বগিতে আসন দেওয়া হবে না যেখানে কেবল পুরুষ যাত্রীই রয়েছে। যে বগিতে ৬টি আসন রয়েছে, সেখানে ৫টি আসনে পুরুষ থাকলে ষষ্ঠ আসনে একজন একা মহিলাকে জায়গা দেওয়া হবে না। একজন মহিলার জন্য আসনটি সেই বগিতে বুক করা হবে যেখানে কমপক্ষে একজন মহিলার আসন সংরক্ষিত আছেন। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেল এই কাজ করে৷

এছাড়া ৪৫ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয় নীচের বার্থে। মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রেলওয়ে এই সুবিধা প্রদান করে। রেল তার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন পদক্ষেপ করেছে।