৩১টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, রইল সম্পূর্ণ তালিকা

বেশ কিছু দূরপাল্লার টেন (Train) বাতিল (Cancel) করা হয়েছে

৩১টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, রইল সম্পূর্ণ তালিকা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 14, 2021 | 6:54 PM

কোভিডের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে। গত বছরের পর এবারও তাই কয়েকটি বিশেষ ট্রেন (Train) বাতিল করল ভারতীয় রেল (Indian Railways)। রাজ্য সরকারের সঙ্গে পারমর্শ অনুযায়ী বেশ কিছু দূরপাল্লার টেন বাতিল করা হয়েছে। মনে করা হয়েছে ট্রেন চলাচল বন্ধ থাকলে কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহার রুটের ৩১টি থাকবে অনির্দিষ্ট কাল বন্ধ থাকবে।

কোভিডের দ্বিতীয় ঢেউকে কিছুতেই রোধ করা যাচ্ছে না। ভারতে ব্যাপক হারে ছড়িয়েছে করোনা। বহু মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে অনেকের। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রইল সম্পূর্ণ তালিকা

০৫৪৬৮ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি স্পেশাল (১২মে থেকে বাতিল)

০৫৮১১/২ ধুবড়ী-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল (১২মে থেকে বাতিল)

০৫৭৬৭/৬৮ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)

০৫৭১৯/২০ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)

০৫৭৪৯/৫০ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি স্পেশাল( ১২ মে থেকে বাতিল)

০৫৮১৫/১৬ গুয়াহাটি-টেকারগাঁও স্পেশাল (১২ মে থেকে বাতিল)

০৭৫৪১/২ শিলিগুড়ি-ধুবড়ী ইন্টারসিটি স্পেশাল (১২মে থেকে বাতিল)

০৭৫২৫/৬ শিলিগুড়ি-বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল (১২ মে থেকে বাতিল)

০৫৯৫৯/৬০/৬১ ডিব্রুগড় শহর-হাওড়া এক্সপ্রেস (১৬, ১৪ এবং ১৬, ১৭ মে থেকে যাত্রা শুরু)

০৫৯৬১ হাওড়া- ডিব্রুগড় শহর এক্সপ্রেস (১৭ মে থেকে বাতিল)

০৩০৩৩/৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেস স্পেশাল (১৩-১৭/ ১৪-১৮ মে থেকে যাত্রা শুরু)

০৩১৪১/৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস স্পেশাল (১৩-১৭ এবং ১৪-১৮ মে থেকে যাত্রা শুরু)

০৩১৪৫/৪৬ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস স্পেশাল (১৪-১৭, ১৫-১৮ মে থেকে যাত্রা শুরু)

০৩০৬৩/৪ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস স্পেশাল (১৩,১৪, ১৭ এবং ২১ মে থেকে যাত্রা শুরু)