Weather Update: উৎসবের মরশুমে খামখেয়ালি আবহাওয়া, উমার বিদায়েও ভিজবে বাংলা?
Weather Update: দুর্গাপুজোর সময় মাঝেমধেই বৃষ্টিসুর হানা দিলেও আপামোর বাঙালি জাতির উন্মাদনাতে কোনও বাধা পড়েনি। বৃষ্টি মাথায় করে উমার আগমণের আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বঙ্গসমাজ।
নয়া দিল্লি: উৎসবের মরশুমে ইতিবাচক কোনও খবর শোনাতে পারল না ভারতের আবহাওয়া দফতর। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে। আইএমডি জানিয়েছে, ৮ অক্টোবর অবধি উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী তিনদিন ওড়িশা, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী অংশ, ছত্তীসগঢ় এবং মধ্য প্রদেশে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই নিম্নচাপের পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুর্গাপুজোর সময় মাঝেমধেই বৃষ্টিসুর হানা দিলেও আপামোর বাঙালি জাতির উন্মাদনাতে কোনও বাধা পড়েনি। বৃষ্টি মাথায় করে উমার আগমণের আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বঙ্গসমাজ। দেবী দুর্গার বিদায় বেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশা, বিহার, সিকিম হল দেশের পূর্বদিকের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাতের হতে পারে। তবে আজ রাজ্য়ে ভারী বৃষ্টির পূ্র্বাভাস নেই।
তবে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং ইয়ানামেও বুধবার বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ সহ বেশ কয়েকটি উত্তর-পূর্ব রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।