Rajasthan Torch Rally: ভারী বৃষ্টিপাতে জমেছে জল, তারমধ্যে মশাল হাতে কী করছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন ভিডিয়োতে
Rajasthan: জলসম্পদ বিভাগের থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ১ জুন থেকে ২০ অগস্ট অবধি সাধারণভাবে রাজস্থানে ৪০৪.০২ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে।
সিকারা: রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে জল জমেছে। এবার জমা জল নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে অভিনব কৌশল বেছে নিলেন রাজ্যের উত্তর দিকে অবস্থিত শহর সিকারের বাসিন্দারা। জল জমার সমস্যা সমাধান না হওয়ার কারণে সোমবার তারা রাজস্থানের রাস্তায় প্রশাসনের বিরুদ্ধে মশাল মিছিল করেছেন। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নবলগড় সড়কে জল জমার কারণে স্থানীয় বাসিন্দাদের বিস্তর সমস্যা হচ্ছে, এমনকী যান চলাচলও ব্যাহত হয়েছে।
#WATCH | Rajasthan: Locals and businessmen of Sikar took out a torch rally in Sikar today, over the issue of waterlogging due to rain in the Nawalgarh Road area. pic.twitter.com/igmJjwRoPQ
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 22, 2022
সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সিকারের বাসিন্দার হাঁটু সমান জলে জ্বলন্ত মশাল হাতে মিছিল করছেন। যে রাস্তা ধরে মশাল মিছিলটি এগিয়ে চলছিল, সেটি বৃষ্টির জলে সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গিয়েছে। মশাল মিছিলে অংশগ্রহণকারীদের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গিয়েছে।
জলসম্পদ বিভাগের থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ১ জুন থেকে ২০ অগস্ট অবধি সাধারণভাবে রাজস্থানে ৪০৪.০২ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। একই সময়সীমার মধ্যে এবছর রাজস্থানে ৫১৫.২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২৭.৫ শতাংশ বেশি। এই বছরে রাজস্থানের ১০টি জেলাকে ‘স্বাভাবিক বৃষ্টিপাত’-এর তালিকায় রাখা হয়েছে, সেখানে সিকার সহ ১৭টি জেলাকে ‘অতিরিক্ত বৃষ্টিপাত’-এর তালিকায় রাখা হয়েছে। সিকার ছাড়াও আজমের, বাঁশওয়াড়া, বুন্দি, ডুঙ্গারপুর, হনুমানগড়, জয়পুর, জালোর, ঝালাওয়ার, ঝুনজুনু, কোটা, নাগৌর, পরতাপগড়, রাজসমন্দ, সিরোহি, টঙ্ক এবং উদয়পুরে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রবল বর্ষণে রাজস্থানের কোটা শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলেই জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে এবং কোটা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে। একদিন আগেই নিচু এলাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বুন্দি, বারান, চিতোরগড়, সওয়াই মাধোপুর, দৌসা এবং করৌলির অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।