Heavy Security: সতর্ক ভারত, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বাড়ল নিরাপত্তা
Israel-Hamas conflict: নয়া দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের অদূরেই অবস্থিত স্থানীয় থানা। আর মধ্য দিল্লির চাঁদনি চকে অবস্থিত চাবাদ হাউস থেকেও থানার দূরত্ব খুব বেশি নয়। এই দুটি স্থানেই নজরদারি বাড়ানো ও অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ এসেছে বলে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
নয়া দিল্লি: হামাস বাহিনীর সঙ্গে যুদ্ধে উত্তপ্ত ইজরায়েল। এবার তার ছায়া ভারতে! নয়া দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের (Israeli Embassy) নিরাপত্তা বাড়ানো হল। পাশাপাশি ইহুদিদের ধর্মাচরণ পরিচালনার কেন্দ্র, চাবাদ হাউসেরও (Chabad house) নিরাপত্তা বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিল্লি পুলিশের (Delhi police) তরফে এক আধিকারিক এই নিরাপত্তা বাড়ানোর বিষয়টি জানিয়েছেন।
নয়া দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের অদূরেই অবস্থিত স্থানীয় থানা। আর মধ্য দিল্লির চাঁদনি চকে অবস্থিত চাবাদ হাউস থেকেও থানার দূরত্ব খুব বেশি নয়। এই দুটি স্থানেই নজরদারি বাড়ানো ও অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ এসেছে বলে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। তার প্রেক্ষিতেই এদিল সকাল থেকে এই দুটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত, ইজরায়েল ও হামাস বাহিনীর মধ্যে যে যুদ্ধ চলছে, তার জেরে এদেশের ইজরায়েলি দূতাবাসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই অতিরিক্ত নিরাপত্তার মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, গত শনিবার ভোরে ইজরায়েলের উপর প্রথম হামলা চালায় হামাস বাহিনী। তারপর ইজরায়েল পাল্টা হামলা চালালে দু-পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ক্রমাগত রকেট বর্ষণ হয়ে চলেছে। এই যুদ্ধে ইতিমধ্যে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত ২ হাজারের বেশি। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী গাজা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল সরকার। এরপর আরও সুর চড়াও করে হামাস বাহিনী। পাল্টা বড় মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস বাহিনীকে আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করে অন্যান্য দেশের সমর্থনের আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ অনেক দেশই ইজরায়েলকে সমর্থন জানিয়েছে। ভারতও ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।