Jagan Mohan Reddy’s sister YS Sharmila hints at launching own party: ‘না বললেই না, তাই…’ নতুন দল ঘোষণার ইঙ্গিত অন্ধ্র-প্রধান ভগিনী শর্মিলার

YS Sharmila: নতুন দল প্রতিষ্ঠা করতে চলেছেন ওয়াই এস শর্মিলা, দিলেন ইঙ্গিত।

Jagan Mohan Reddy's sister YS Sharmila hints at launching own party: 'না বললেই না, তাই...' নতুন দল ঘোষণার ইঙ্গিত অন্ধ্র-প্রধান ভগিনী শর্মিলার
বিভেদ বাড়ছে ভাইবোনের? নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 12:58 PM

অন্ধ্র প্রদেশ: নিজের বাবার জন্মদিনেই নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইঙ্গিত দিলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি  তনয়া ওয়াই এস শর্মিলা (Y S Sharmila)। তাঁর এই ঘোষণার পরেই বোনের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলেছেন অন্ধ্রের বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এমনটাই খবর সূত্রের।

শর্মিলা জানিয়েছেন, তাঁর জন্মবার্ষিকীর দিন আগামী ৮ জুলাই  একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করতে চলেছেন তিনি। রাজনীতিতে সক্রিয় ভূমিকায় এ বার থেকে দেখা যাবে তাঁকে। শর্মিলার রাজনীতিতে সক্রিয় পদক্ষেপে তাঁর সঙ্গে রয়েছেন মা ওয়াই এস বিজয়লক্ষ্মীও। শর্মিলার কথায়, “রাজনীতিতে সবকিছুই সম্ভব।”

তাঁর আরও সংযোজন, “ক্ষমতায় থাকা ব্যক্তিরা যদি মনে করেন তাঁরা চিরকাল ক্ষমতায় থাকবেন তবে তা বোকামি। যাঁরা ক্ষমতায় নেই তাঁরা ক্ষমতায় আসতে পারবেন না এমনটা একেবারেই নয়। না বললেই না হয়। তাই নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”

ঘটনায় শর্মিলার মা বিজয়লক্ষ্মীর মন্তব্য, “আমি খুশি। আমার তেলেঙ্গানার মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ওর বাবার মতােই ওর সাহসী।” এদিকে, বোনের ঘোষণায় বিশেষ খুশি নন জগনমোহন। অন্তত এমনটাই খবর, অন্ধ্র প্রদেশ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে।

সূত্রের খবর, আগামী ৮ জুলাই শর্মিলা তাঁর দলের নাম, প্রতীক ও মতাদর্শের কথা ঘোষণা করবেন। তিনি আরও জানিয়েছেন, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, বিজেপি বা কংগ্রেসের নির্দেশে নিজ দল গড়ছেন না। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত শর্মিলার।

একুশের সেপ্টেম্বরেই একটি পদযাত্রায় অংশ নেন শর্মিলা। তেলেঙ্গনার সেই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল মানুষের সমস্যার আশু সমাধান খোঁজা। সে বার শর্মিলা বলেছিলেন,  ১১৯ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯০ টি বিধানসভা কেন্দ্রেই তিনি যাবেন ও সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন। সাধারণ মানুষের পাশে থেকেই সাধারণ মানুষের হয়ে লড়াই করবেন তিনি।

উল্লেখ্য, জগন রেড্ডি ও  তাঁর বোন শর্মিলা রেড্ডি অন্ধ্র প্রদেশের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির সন্তান।  রাজশেখর ২০০৯ সালে চপার দুর্ঘটনায় নিহত হন। উত্তরাধিকার সূত্রে বাবার সমর্থকদের সমর্থন পেয়েছেন জগন রেড্ডি। ২০১১ সালে নিজ দল গঠন করে সেই দলের প্রধান হিসেবে নিজেকে যথার্থ প্রমাণ করেন। ২০১৯-এ এন চন্দ্রবাবু নাইড়ুকে পরাস্ত করে ফোটোফিনিশ জয় পান রেড্ডি। এরপর ২০২৪ সালে অন্ধ্রে  বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের চিন্তা করেই শর্মিলার নতুন দল ঘোষণার সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: Dilip Ghosh on Abhishek Banerjee: ‘ওঁ কখন দলের, কখন ঘরের লোক বুঝি না’

আরও পড়ুন: Suvendu Adhikari on TMC: ‘প্রতিশ্রুতি পালন করছেন মাননীয়া, ত্রিপুরার পর গোয়ায়…ডবল-ডবল চাকরি দিচ্ছেন!’