Rain Update: ২০ মিনিটের বৃষ্টিতেই হাঁটুর উপরে জল, ভেঙে পড়ল ২০টি বাড়ি, মৃত্যু ১০ জনের

Delhi Rain: রাজেন্দ্র নগরে একটি বহুতলের বেসমেন্ট, যেখানে কোচিং সেন্টার ছিল, সেখানে জল ঢুকে মর্মান্তিক পরিণতি হয়েছিল ৩ পড়ুয়ার। বুধবার রাতে বৃষ্টি নামতেই ফের চেনা চিত্র রাজেন্দ্র নগরে। হাঁটু সমান জলে দাঁড়িয়েই প্রতিবাদ দেখান ছাত্রছাত্রীরা।

Rain Update: ২০ মিনিটের বৃষ্টিতেই হাঁটুর উপরে জল, ভেঙে পড়ল ২০টি বাড়ি, মৃত্যু ১০ জনের
বৃষ্টিতে জলমগ্ন দিল্লি।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 1:09 PM

নয়া দিল্লি: ভারী বৃষ্টি নামতেই আবার ডুবল রাজধানী। জলমগ্ন একাধিক এলাকা। ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। চাঁদনিচকে ভাঙা বাড়িতে এক ব্যক্তির আটকে পড়ার খবর মিলেছে। এ দিকে, অতিরিক্ত বৃষ্টি এবং প্রায় গোটা শহরই জলমগ্ন হয়ে যাওয়ায় আজ, বৃহস্পতিবার দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক বিমানের রুটও পরিবর্তিত করে দেওয়া হয়েছে ঝড়বৃষ্টির জেরে। জমা জলে, বাড়ি ভেঙে পড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহেই সামান্য় বৃষ্টিতে ভেসেছিল দিল্লি। রাজেন্দ্র নগরে একটি বহুতলের বেসমেন্ট, যেখানে কোচিং সেন্টার ছিল, সেখানে জল ঢুকে মর্মান্তিক পরিণতি হয়েছিল ৩ পড়ুয়ার। বুধবার রাতে বৃষ্টি নামতেই ফের চেনা চিত্র রাজেন্দ্র নগরে। হাঁটু সমান জলে দাঁড়িয়েই প্রতিবাদ দেখান ছাত্রছাত্রীরা।

এদিকে বৃষ্টি ও জমা জলের কারণে ব্যাপক যানজট হয়েছে আইটিও জংশন, কনৌট প্লেস, মিন্টো রোড ও মোতিবাগ ফ্লাইওভারে। ঘণ্টার পর ঘণ্টা ধরে গাড়িগুলিকে জমা জলে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চাঁদনিচকেও একই দশা। সেখানে একটি বাড়ি ভেঙে পড়ে আটকা পড়েছেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।

আবহাওয়া দফতরের তরফে আজ, বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরই সরকারের তরফে আজ সমস্ত সরকারি-বেসরকারি স্কল বন্ধ রাখার ঘোষণা করা হয়।