AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উপত্যকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে বা আইন ভাঙলেই মিলবে না সরকারি চাকরি, বৈধ হবে না পাসপোর্টও!

একইসঙ্গে ডিজিটাল রেকর্ড, যেমন সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিয়ো বা অডিয়ো ক্লিপ যদি রেকর্ডে থাকে, তবে সেটিও যাচাই করতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনও ঘটনায় জড়িত থাকার বা অভিযোগ প্রমাণ হয়, তবে তাঁর আবেদন বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপত্যকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে বা আইন ভাঙলেই মিলবে না সরকারি চাকরি, বৈধ হবে না পাসপোর্টও!
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Aug 02, 2021 | 2:17 PM
Share

শ্রীনগর: আইন শৃঙ্খলা ভঙ্গ করলে বা পুলিশের উপর পাথর ছোড়ার মতো অপরাধের ক্ষেত্রে এ বার সারাজীবনের মতোই শাস্তি দেওয়া হবে।শনিবারই জম্মু-কাশ্মীরের সিআইডি বিভাগ জানিয়ে দেয়, আইন-শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এমন কোনও ঘটবায় জড়িত থাকলে মিলবে না সরকারি চাকরি। বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ক্লিয়ারেন্সও মিলবে না।

উপত্যকায় বিগত কয়েক বছর ধরেই পুলিশের উপর পাথর ছুড়ে হামলা বা আইন শৃঙ্খলা ভঙ্গ করার একাধিক ঘটনা ঘটেছে। অল্প টাকার বিনিময়েই কাশ্মীরী যুবকদের পুলিশের উপর হামলা চালানোর কাজে ব্যবহার করা হত। শনিবার সিআইডির এসএসপি আমোদ অশোক নাগপুরে একটি নির্দেশিকা জারি করে জানান, এই ধরনের দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।

জম্মু-কাশ্মীরে সরকারি চাকরির ক্ষেত্রে আগেই একাধিক বিধিনিষেধের ঘেরাটোপ পার করতে হত। এ বার থেকে আরও কঠোর হল নিয়ম। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি চাকরি বা প্রকল্পের ক্ষেত্রে, কিংবা পাসপোর্ট ভেরিফিকেশনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ, পাথর ছোড়ার ঘটনা বা অন্য কোনও অপরাধমূলক মামলা রয়েছে কিনা, তা যাচাই করতে হবে। স্থানীয় থানা থেকে রেকর্ডও যাচাই করতে হবে।

একইসঙ্গে ডিজিটাল রেকর্ড, যেমন সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিয়ো বা অডিয়ো ক্লিপ যদি রেকর্ডে থাকে, তবে সেটিও যাচাই করতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনও ঘটনায় জড়িত থাকার বা অভিযোগ প্রমাণ হয়, তবে তাঁর আবেদন বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছর ধরেই জম্মু-কাশ্মীরের যুব সম্প্রদায়ের অভিযোগ, সরকারি চাকরি পাওয়ার জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্সের নিয়মের কারণে তারা যোগ্য প্রার্থী হয়েও সেই সুযোগ হাতছাড়া করতে হয়েছে। নতুন এই  নিয়মে তাদের সমস্যা আরও বাড়বে। তবে পুলিশ প্রশাসনের দাবি, উপত্যকায় শান্তি বজায় রাখতে ও যুব সম্প্রদায়কে বিপথে চালিত হওয়া থেকে রুখতেই এই নিয়ম আনা হয়েছে।  আরও পড়ুন: পার্কিং ফি দিতে অস্বীকার করায় পুলিশকে মারধর পার্কিং কর্মীর, পাল্টা বন্দুক তাক করলেন অফিসার!