সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা পাক জঙ্গিদের, সংঘর্ষে আহত এক জওয়ান
J&K Infiltration: জম্মু-কাশ্মীরের বাতাল সেক্টর দিয়ে মঙ্গলবার মধ্য রাতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা বাহিনী দেখা মাত্রই অনুপ্রবেশকারীদের সতর্ক করে। জঙ্গিরা গুলি চালালে পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও।
শ্রীনগর: ফের সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করল জঙ্গিরা। তবে সেনা তৎপরতায় সেই প্রচেষ্টা রোখা গিয়েছে। সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হয়েছন এক জওয়ান।
সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বাতাল সেক্টর দিয়ে মঙ্গলবার মধ্য রাতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা বাহিনী দেখা মাত্রই অনুপ্রবেশকারীদের সতর্ক করে। জঙ্গিরা গুলি চালালে পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। এরপরই সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন। মিলিটারি হোয়াইট নাইট কর্পসের তরফে জানানো হয়েছে, এখনও অভিযান জারি রয়েছে।
এর আগে, সোমবার সকালেও রাজৌরির সেনা পোস্টে হামলার চেষ্টা করে জঙ্গিরা। সেনাবাহিনী সেই হামলা প্রতিহত করতে সফল হয়। ওই সংঘর্ষে আহত হন এক জওয়ান। একটি বাড়িতেও হামলা করে জঙ্গিরা। আহত হন ভিলেজ ডিফেন্স গ্রুপের এক সদস্য। এরপরই সেনা, পুলিশ, সিআরপিএফ মিলে জঙ্গি দমনে যৌথ অভিযানে নামে।