Watch: ভারতীয় সাজে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে জাপানের ফার্স্ট লেডি

Kanjivaram saree: জি-২০ সামিটে আগত বিদেশি অতিথিদের কাছে দেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে ভারত মণ্ডপম-এ এক বিশেষ প্রদর্শনীশালার আয়োজন করেছে নরেন্দ্র মোদীর সরকার। সেখানে শাড়ি, কুর্তা, হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

Watch: ভারতীয় সাজে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে জাপানের ফার্স্ট লেডি
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কাঞ্জীভরম শাড়ি পরে জাপানের ফার্স্ট লেডি ও জাপানের প্রধানমন্ত্রী।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 4:17 PM

নয়া দিল্লি: জি-২০ সামিটে (G-20 Summit) আগত বিদেশি অতিথিদের কাছে দেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে ভারত মণ্ডপম-এ এক বিশেষ প্রদর্শনীশালার আয়োজন করেছে নরেন্দ্র মোদীর সরকার। সেখানে শাড়ি, কুর্তা, হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে তামিলনাডুর কাঞ্জিভরম শাড়িও। প্রথম দিন সামিট শেষে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে সেই কাঞ্জিভরম শাড়ি (Kanjivara saree) পড়ে দেখা গেল জাপানের ফার্স্ট লেডিকে। স্বাভাবিকভাবেই এদিন রাইসিনা হিলসের নৈশভোজের মধ্যমণি হয়ে নজর কেড়েছেন ইয়োকো কিশিদা। শুধু তাই নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঞ্জীবরণ পরিহিত জাপানের ফার্স্ট লেডি ও জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। সেই মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওটিতে কি দেখা যাচ্ছে?

কালো রঙের কাঞ্জিভরম শাড়ি পরিহিত জাপানের ফার্স্ট লেডি এদিনের রাষ্ট্রপতি ভবনের নৈশভোজের মধ্যমণি হয়ে উঠেছিলেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তাঁর স্ত্রী ইয়োকো কিশিদা কালো রঙের কাঞ্জীবরণ শাড়ি পড়ে রাষ্ট্রপতি ভবনে ঢুকছেন। ভবনের গেটের সামনে দাঁড়িয়ে তাঁদের স্বাগত জানাচ্ছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবিও তোলেন। কাঞ্জীবরণ শাড়ি পরে জাপানের ফার্স্ট লেডিও যেন এদেশেরই অংশ হয়ে উঠেছেন। তিনি যে বিদেশি অতিথি, তা একঝলক দেখে বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত, এদিন জি-২০ সামিটের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মূলত, দুই দেশের মধ্যেকার সংযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।