JDU passes resolution: মোদী সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা নীতীশের, নতুন প্রস্তাব পাশ জেডিইউ-র বৈঠকে

JDU passes resolution: কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে জেডিইউ ও টিডিপি-র সমর্থন প্রয়োজন বিজেপির। রাজনীতির কারবারিরা বলছেন, এই পরিস্থিতিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটেগরির মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ করিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপর পরোক্ষে চাপ সৃষ্টি করলেন নীতীশ কুমার।

JDU passes resolution: মোদী সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা নীতীশের, নতুন প্রস্তাব পাশ জেডিইউ-র বৈঠকে
নীতীশ কুমার। ফাইল ছবি।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 2:33 PM

পটনা: কয়েকদিন আগেই কেন্দ্রে ফের সরকার গঠন করেছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সমর্থন নিয়ে সরকার গড়েছে। এই পরিস্থিতিতে মোদী সরকারের উপর চাপ বাড়িয়ে নতুন প্রস্তাব পাশ করল নীতীশের দল। শনিবার জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটেগরির মর্যাদা দেওয়ার দাবিতে প্রস্তাব পাশ হয়েছে।

জাতীয় কার্যনির্বাহী বৈঠক শেষে জেডিইউ-র এক বরিষ্ঠ নেতা বলেন, “বিহারকে বিশেষ ক্যাটেগরির মর্যাদা দেওয়ার দাবি নতুন নয়। বিহারের উন্নয়নের গতি আরও বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিশেষ ক্যাটেগরির মর্যাদা খুব গুরুত্বপূর্ণ।” প্রস্তাবে বিহারে সংরক্ষণ কোটারও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিহারে সংরক্ষণ কোটা বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে। এই সংরক্ষণ কোটার বাস্তবায়নে যাতে কোনও আইনি বাধা না পড়ে, তার জন্য পদক্ষেপের কথা বলা হয়। এই কোটা ব্যবস্থা সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্তি চায় জেডিইউ।

চিকিৎসকের পেশায় প্রবেশের জন্য নিট প্রবেশিকা পরীক্ষার বেনিয়ম নিয়ে দেশজুড়ে শোরগোল পড়েছে। প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্তদের বিহার যোগ রয়েছে। নিট ইস্যু নিয়ে জাতীয় কার্যনির্বাহীর বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জেডিইউ-র ওই নেতা জানান। এইরকম একটি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশ্বাস ফেরানোই এখন প্রধান কাজ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্যে ১২টি পেয়েছে বিজেপি। আর তাদের জোটসঙ্গী জেডিইউ-ও পেয়েছে ১২টি আসন। দেশজুড়ে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। কেন্দ্রে সরকার গড়তে প্রয়োজন ২৭২ জন সাংসদের সমর্থন। চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ১৬টি আসন। কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে এই দুই দলের সমর্থন প্রয়োজন বিজেপির। রাজনীতির কারবারিরা বলছেন, এই পরিস্থিতিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটেগরির মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ করিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপর পরোক্ষে চাপ সৃষ্টি করলেন নীতীশ। সেই চাপ কতটা কাজে দেয়, সেটাই এখন দেখার।