Hemant Soren: ‘এমন ঘটনা তো ঘটেই…’, আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর!
Jharkhand Tribal Girl Murder Case: মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ধরনের ঘটনা তো ঘটেই। সব জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটে। আগে থেকে বলে কয়ে তো কোনও ঘটনা ঘটে না।"
রাঁচী: রাজ্যে মহিলাদের উপরে নির্যাতনের হার বেড়েই চলেছে, এদিকে নিরুত্তাপ মুখ্যমন্ত্রী, বিগত কয়েক সপ্তাহ ধরে এমনটাই অভিযোগ তুলছে বিরোেধীরা। এরইমাঝে আরও বিতর্ক বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রীই। ঝাড়খণ্ডের দুমকায় এক আদিবাসী কিশেরীকে ধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বললেন, “এমন ঘটনা তো ঘটতেই থাকে।”
শুক্রবার ভোরে ঝাড়খণ্ডের দুমকা জেলা থেকে এক আদিবাসী কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। আত্মহত্যা প্রমাণ করতেই খুন করে কিশোরীর দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
রবিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ধরনের ঘটনা তো ঘটেই। সব জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটে। আগে থেকে বলে কয়ে তো কোনও ঘটনা ঘটে না। শুধু এই ঘটনাতেই তাহলে নজর দেওয়া হচ্ছে কেন?”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই উঠেছে বিতর্কের ঝড়। ন্যাশনাল ফেডেরেশন অব ইন্ডিয়ান ওমেনের সাধারণ সচিব অ্যানি রাজা বলেন, “এই ধরনের ঘটনা ঝাড়খণ্ডে আগেও ঘটেছে। কিন্তু উনি (হেমন্ত সোরেন) এখনও কেন মুখ্যমন্ত্রীর গদিতে বসে রয়েছেন? আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের দেশে এই ধরনের অপরাধ রোখার জন্য একাধিক আইন রয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে ওনার উচিত সেই আইনগুলি কার্যকর করা।”
উল্লেখ্য, শুক্রবার ভোরে ১৪ বছর বয়সী ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শনিবার ওই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই কিশোরী তাঁর কাকিমার সঙ্গে দুমকায় থাকত। দিনমজুরের কাজ করত। সেখানেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়তেই যুবককে বিয়ের প্রস্তাব দেয়। এরপরই ওই যুবক তাঁকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ।