ধুমপান ছাড়লে তবেই মিলবে সরকারি চাকরি!
তামাক নিয়ন্ত্রক কমিটির নির্দেশিকায় বলা হয়েছে, সিগারেট, গুটকা, খইনি, পান মশালা-সহ ই-হুক্কা, ই-সিগারেট-সহ সব তামাকজাত দ্রব্য না সেবন করার অঙ্গীকার করতে হবে সব চাকরি প্রার্থীদের।
TV9 বাংলা ডিজিটাল: তামাকে লাগাম টানতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। কিন্তু তেমন প্রভাব পড়েনি কোনও কিছুতেই। এবার ধুমপান রুখতে অভিনব পরিকল্পনা ঝাড়খণ্ড (Jharkhand) সরকারের। সে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে আসতে চলেছে নয়া নির্দেশিকা। যেখানে চাকরিতে যোগ দেওয়ার আগে জমা দিতে হবে ধুমপান ছাড়ার অঙ্গীকার পত্র।
২০২১ সালের পয়লা এপ্রিল থেকে হেমন্ত সোরেনের (Hemant Soren) রাজ্যে বলবৎ হচ্ছে এই নিয়ম। তামাক নিয়ন্ত্রক কমিটির নির্দেশিকায় বলা হয়েছে, সিগারেট, গুটকা, খইনি, পান মশালা, ই-হুক্কা, ই-সিগারেট-সহ সব তামাকজাত দ্রব্য না সেবন করার অঙ্গীকার করতে হবে সব চাকরি প্রার্থীদের। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে তামাক নিয়ন্ত্রক কমিটি এই সিদ্ধান্তেও এসেছে যে তারা রাঁচি, ধানবাদ, বোকারো, খুন্তি, সরাইকেলা-খরসাওয়ান ও হাজারিবাগ জেলাকে তামাক-মুক্ত হিসাবে ঘোষণা করবে।
আরও পড়ুন: ‘প্যাক আপ নয়, গেট আপ’! জন্মদিনেই পরিবহণ দফতরে পা মদন মিত্রের
এছাড়া রাজ্যের প্রত্যেকটি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে যেন তামাক-জাত দ্রব্য না বিক্রি হয়, সে কথা ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্য সচিব সুখদেব সিং। যদি এমন হয় তাহলে পঞ্চায়েত ও ব্লককে কড়া হাতে বিষয়টি সামলানোর নির্দেশ দিয়েছেন তিনি। ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ পরিমল নথওয়ানি টুইট করে লিখেছেন, “সংস্কার বাড়ি থেকে শুরু হয়। তাই অত্যন্ত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার।”