“যারা লভ জিহাদের পরিকল্পনা করবে, তাঁদের জীবন শেষ করে দেওয়া হবে”, হুঁশিয়ারি শিবরাজ সিং চৌহানের
খসড়া বিলে স্থির করা হয়েছে ধর্মান্তকরণের উদ্দেশ্য নিয়ে কেউ বিয়ে করলে তাঁর ১০ বছর অবধি সাজা হতে পারে। যারা ধর্মান্তকরণের কাজ করবেন, তাঁদের ক্ষেত্রেও পাঁচ বছর অবধি সাজা স্থির করা হয়েছে।
ভোপাল: ফের একবার সংবাদের শিরোনামে ‘লভ জিহাদ’ (Love Jihad)। বৃহস্পতিবার মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) জানিয়ে দিলেন, যারা লভ জিহাদের পরিকল্পনা করছে, তাদের জীবন ধ্বংস করে দেওয়া হবে।
বিগত কয়েক মাস ধরেই লভ জিহাদ নিয়ে রাজনীতির দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। একের পর এক বিজেপি শাসিত রাজ্যের সরকার (BJP Ruled State Government) লভ জিহাদের বিরুদ্ধে আইন আনার কথাও বলেছে। ইতিমধ্যেই মধ্য প্রদেশ সরকার ‘ধর্ম স্বতন্ত্রতা বিল ২০২০’-র খসড়া জমা দিয়েছে। এই খসড়া বিলে স্থির করা হয়েছে ধর্মান্তকরণের উদ্দেশ্য নিয়ে কেউ বিয়ে করলে তাঁর ১০ বছর অবধি সাজা হতে পারে। যারা ধর্মান্তকরণের কাজ করবেন, তাঁদের ক্ষেত্রেও পাঁচ বছর অবধি সাজা স্থির করা হয়েছে।
আজ শিবরাজ সিং চৌহান লভ জিহাদ নিয়ে বলেন,”সরকার সবার জন্য, সব ধর্ম ও জাতের জন্যই রয়েছে এই সরকার। এতে কোনও ভেদাভেদ নেই কিন্তু কেউ যদি আমাদের মেয়েদের সঙ্গে ঘৃণ্য কোনও কাজ করে, তবে আমি তাঁদের ভেঙে গুড়িয়ে দেব। যদি কেউ লভ জিহাদের মতো ধর্মান্তকরণের পরিকল্পনা করে, তবে তাঁকে শেষ করে দেওয়া হবে।”
লভ জিহাদের বিরুদ্ধে আইন কড়া হবে কিনা, এই বিষয়ে প্রশ্ন করতেই শিবরাজ সিং সম্মতি জানিয়ে বলেন, “যারা স্বেচ্ছায় ভিন ধর্মের ব্যক্তির সঙ্গে বিয়ে করতে ইচ্ছুক, তাদের বিয়ের এক মাস আগেই জেলাশাসকের কাছে আবেদন জানাতে হবে। পরিবারের তরফ থেকে অভিযোগ জানানোও যাবে। যদি কেউ ধর্মান্তকরণের উদ্দেশ্য নিয়ে বিয়ে করে, তবে তাকে অপরাধী হিসাবেই গণ্য করা হবে এবং যথাযোগ্য শাস্তিও দেওয়া হবে।”
আরও পড়ুন: রাজনীতিতে রজনী! নতুন বছরেই আত্মপ্রকাশ দলের
উত্তর প্রদেশ (Uttar Pradesh) সরকারই প্রথম লভ জিহাদ নিয়ে নির্দেশিকা জারি করে। নির্দেশিকায় জানানো হয়, কেবল ধর্মান্তকরণের উদ্দেশ্য নিয়ে বিয়ে করলে তা অপরাধ হিসাবেই গণ্য পাবে। যাঁরা বিয়ের পর ধর্ম বদলের পরিকল্পনা করছে, তাঁদের জেলাশাসকের কাছে দুই মাস আগেই নোটিশ জমা করতে হবে। যিনি ধর্মান্তকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, তাঁকে প্রমাণ করতে হবে যে জোর করে বা বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা হচ্ছে না। প্রতিটি ক্ষেত্রেই অপরাধ প্রমাণ হলে অ-জামিনযোগ্য ধারায় মামলা করার নির্দেশ দিয়েছে যোগী সরকার।
উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের দেখানো পথেই হাঁটতে চলেছে হরিয়ানা ও কর্নাটক সরকারও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) বলেন,”বিহারেরও এই পথ অনুসরণ করা উচিত।”
আরও পড়ুন: সরকারকে ‘শেষ সুযোগ’, বৈঠকে দেওয়া খাবারও ফিরিয়ে দিল কৃষকরা