Karnataka: ‘রেট কত? ফ্রি ফ্রি’, কংগ্রেসের মহিলা কর্মীদের ভিডিয়ো পেল অশ্লীল রূপ

Karnataka Congrss women workers: বেলগাভিতে কংগ্রেস কর্মীদের নাচের ভিডিয়ো বিকৃত করে অশ্লীল ভিডিয়োর রূপ দেওয়ার অভিযোগ। কর্নাটক সককারের শক্তি যোজনা চালুর দিনে 'ফ্রি ফ্রি' বলে সরকারি বাসে নেচেছিলেন কংগ্রেসের মহিলা কর্মীরা। সেই ভিডিয়োরই অপব্যবহার করা হয়েছে।

Karnataka: 'রেট কত? ফ্রি ফ্রি', কংগ্রেসের মহিলা কর্মীদের ভিডিয়ো পেল অশ্লীল রূপ
বাঁ দিকে - শক্তি যোজনা চালি হওয়ায় খুশি কর্নাটকের মহিলারা, ডান দিকে - কন্নড় ছবির ওই দৃশ্য
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 5:06 PM

বেলাগাভি: কংগ্রেসের মহিলা কর্মীদের নাচের ভিডিয়ো বিকৃত করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাঁচ মাস আগে নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি মেনে শক্তি প্রকল্প চালু করেছিল কংগ্রেস সরকার। এই প্রকল্পে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হয়েছিল। এই প্রকল্প চালুর আনন্দে, কর্নাটকের বেলগাভিতে এক সরকারি বাসে উঠে আনন্দ করেছিলেন, নাচানাচি করেছিলেন। সেই নাচের ভিডিয়োটি বিকৃত করে তার অশ্লীল অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরা।

শক্তি যোজনা শুরু হওয়ার দিন বেলগাভিতে ওই বাসে উঠে আয়েশা সনদি নামে এক কংগ্রেস নেত্রীর নেতৃত্বে নাচানাচি করেছিলেন স্থানীয় মহিলা কংগ্রেস কর্মীরা। তাঁরা চিৎকার করছিলেন ফ্রি ফ্রি বলে। ভিডিয়োটি পাঁচমাস আগেই ভাইরাল হয়েছিল। সম্প্রতি, ওই ভিডিয়োর সঙ্গে ‘উপেন্দ্র’ নামে এক কন্নর ছবির একটি দৃশ্য যোগ করা হয়েছে। সেই দৃশ্যে ‘রেট’ জিজ্ঞাসা করা হচ্ছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ‘রেট’ জিজ্ঞাসা করার পরই কংগ্রেস কর্মীারা ফ্রি ফ্রি করে নাচছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

সোমবার, এই ভিডিয়োটির প্রেক্ষিতে আয়েশা সনদি বেলাগাভি শহরের সিইএন থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তথ্য ও প্রযুক্তি আইনের ৬৭-র ক ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তবে, পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরা। পুলিশ জানিয়েছে, এই অভিযোগ সঠিক নয়। তারা এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে। কারা ওই ভিডিয়ো তৈরি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তা খুঁজে বার করার চেষ্টচা করছেন তাঁরা।