HD Kumaraswamy: নির্বাচনের আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অবস্থা স্থিতিশীল

JD(S) Leader: জ্বরের পাশাপাশি শারীরিক ক্লান্তি ও দুর্বলতা নিয়ে শনিবার তিনি ভর্তি হন হাসাপাতালে। জেডিএস সুপ্রিমোকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

HD Kumaraswamy: নির্বাচনের আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অবস্থা স্থিতিশীল
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 1:00 PM

বেঙ্গালুরু: কর্নাটকে বিধানসভা নির্বাচন হতে আর দু’সপ্তাহ বাকি। ইতিমধ্যে সমস্ত আসনে প্রার্থী ঘোষণাও করে দিয়েছে দল। প্রচারও চলছে জোরকদমে। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। জ্বরের পাশাপাশি শারীরিক ক্লান্তি ও দুর্বলতা নিয়ে শনিবার তিনি ভর্তি হন হাসাপাতালে। জেডিএস সুপ্রিমোকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। ভোটের আগে জেডিএস সুপ্রিমো এই অসুস্থতায় স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পড়ে তাঁর দলের নেতা-কর্মীরা। যদিও তিনি এখন ভালো আছেন বলে আশ্বস্ত করা হয়েছে দলের তরফে।

জেডিএস নেতা কুমারস্বামীর অসুস্থতা নিয়ে এক বিবৃতিতে মণিপাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, “২০২৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এইচডি কুমারস্বামীকে। চিকিৎসক সত্যনারায়ণ মাইশোরের অধীনে চিকিৎসাধীন তিনি। জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সব মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা চলছে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন। সুস্থ হয়ে উঠছেন।”

১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ হবে সেই নির্বাচনের। দক্ষিণ ভারতের রাজ্যের এই নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। কংগ্রেস, বিজেপি ও জেডিএস-এর মধ্যেই চলবে কুর্শি দখলের লড়াই। ২০১৮ সালে নির্বাচনের ফল প্রকাশের পর কর্নাটকের ক্ষমতা দখল নিয়ে টান টান নাটকের সাক্ষী ছিল গোটা দেশ। শেষমেশ কংগ্রেসের সমর্থনে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুমারস্বামী। কিন্তু সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি। জেডিএস-কংগ্রেসের সরকার ফেলে বিজেপি সরকার গঠন করে কর্নাটকে। সেই ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্মশিবির। তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস, জেডিএস। ২২৪ আসনের কয়েকটি বাদে বাকি আসনে প্রার্থী দিয়েছে জেডিএস। কুমারস্বামী নিজে দাঁড়িয়েছেন ছান্নাপাটান্না বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু এই অসুস্থতা নির্বাচনী লড়াইয়ে জেডিএস-কে পিছিয়ে দেয় কি না, তা বলবে সময়।