Bus Accident: যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, প্রাণ হারালেন ৪ জন, আহত ২২

Pune: আহতদের নাভালে হাসপাতাল, দীননাথ মঙ্গেশকর হাসপাতাল ও সাসুস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “লরির সঙ্গে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২২ জন আহত হয়েছেন। পুণেতে রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে।”

Bus Accident: যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, প্রাণ হারালেন ৪ জন, আহত ২২
দুর্ঘটনাস্থলের দৃশ্য।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 1:04 PM

পুণে: যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ায় ফের প্রাণহানির ঘটনা ঘটল। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা লাগে বেসরকারি বাসের। এর জেরে নিয়ন্ত্রণ হারায় বাসটি। বাস দুর্ঘটনার জেরে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ জন। মহারাষ্ট্রের পুণের নারহে এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। রবিবার ভোররাত প্রায় ৩টে নাগাদ পুণে-বেঙ্গালুরু হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই এখন তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, দ্রুত গতিতে যাওয়া লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসে। এর জেরেই ঘটেছে দুর্ঘটনা।

পুণেতে বাস দুর্ঘটনার জেরে প্রাণ গেল চার জনের। জানা গিয়েছে, বেসরকারি বাসটি সাতারা থেকে ঠাণের দোম্বিভলি যাচ্ছিল। ভোররাতে যখন বাসটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল, তখনই ঘাতক লরি পিছন থেকে এসে ধাক্কা মারে বাসে। এর জেরেই নিয়ন্ত্রমণ হারিয়ে উল্টে যায় বাস। তার জেরেই এই প্রাণহানি। আহতদের নাভালে হাসপাতাল, দীননাথ মঙ্গেশকর হাসপাতাল ও সাসুস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “লরির সঙ্গে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২২ জন আহত হয়েছেন। পুণেতে রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে।”

দিন কয়েক আগেই বড়সড় বাস দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রে। সে রাজ্যের রাইগাড়ের খোপোলে। সেই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছিল। এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছিলেন। ওই বাসে ৪০-৪৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন রাইগাড়ের পুলিশ সুপার। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার জেরে সেই দুর্ঘটনা ঘটেছিল। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের অযোধ্যাতেও বাস ও লরির মুখোমুখি ধাক্কা লাগে। এর জেরে ৭ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৪০ জন বাসযাত্রী।