Salary Hike: পুজোর আগেই বোনাস! এক লাফে ২৭.৫ শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের, এর থেকে ভাল খবর কী হতে পারে?

Karnataka Government: যে সকল সরকারি কর্মীদের বেসিক বেতন ছিল ১৭ হাজার টাকা, তা ১ অগস্ট থেকে বেড়ে ২৭ হাজার টাকা হবে। সর্বাধিক বেতনের ক্ষেত্রে যাদের বেতন ১ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা ছিল, তাদের বেতন বেড়ে ২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা হবে।

Salary Hike: পুজোর আগেই বোনাস! এক লাফে ২৭.৫ শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের, এর থেকে ভাল খবর কী হতে পারে?
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jul 17, 2024 | 12:32 PM

বেঙ্গালুরু: এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। বাড়ছে সরকারি কর্মীদের বেতন। তাও আবার ৫-১০ শতাংশ নয়, একধাক্কায় ২৭.৫ শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের। পুজোর আগেই বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা। এমনটাই ঘোষণা করা হল কর্নাটক সরকারের তরফে। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সোমবার কর্নাটক সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেতন বৃদ্ধির ঘোষণা করেন। সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ২৭.৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। আগামী ১ অগস্ট থেকেই বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মীরা। সপ্তম পে কমিশনে বেতন বৃদ্ধি, পেনশন নিয়ে যে সুপারিশ দেওয়া রয়েছে, তার ভিত্তিতেই রাজ্য় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, নতুন বর্ধিত বেতন ও পেনশনে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং ২৭.৫ শতাংশ ফিটমেন্ট যোগ করা হচ্ছে। এতে সরকারি কর্মীদের বেসিক বেতন ও পেনশনে ৫৮.৫ শতাংশ বৃদ্ধি হবে। এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা এইচআরএ-ও ৩২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

এর ফলে যে সকল সরকারি কর্মীদের বেসিক বেতন ছিল ১৭ হাজার টাকা, তা ১ অগস্ট থেকে বেড়ে ২৭ হাজার টাকা হবে। সর্বাধিক বেতনের ক্ষেত্রে যাদের বেতন ১ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা ছিল, তাদের বেতন বেড়ে ২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা হবে।

সরকারি কর্মীদের সর্বনিম্ন পেনশনও ৮৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করা হচ্ছে। সর্বাধিক পেনশন ৭৫ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা করা হচ্ছে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির নন-টিচিং স্টাফ, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীরা এই বর্ধিত  বেতন পাবেন।

এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রতি বছর অতিরিক্ত ২০ হাজার ২০৮ কোটি টাকা খরচ হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অন্যদিকে, উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ১ অগস্ট থেকে বেতন বৃদ্ধির সুখবর দিয়েছেন।

প্রসঙ্গত, কর্নাটক রাজ্য় সরকারি কর্মচারী অ্যাসোসিয়েশনের তরফে সম্প্রতিই হুমকি দিয়ে বলা হয়েছিল, বেতন বৃদ্ধি না করা হলে, অগস্ট মাস থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবেন। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ১৭ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন।