Bihar: নীতীশের হাত চেপে ধরলেন কেসিআর, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে প্রশ্ন উঠতেই ছন্দপতন, ভাইরাল ভিডিয়ো

KCR meets Nitish Kumar: কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নেই তাল কাটল নীতীশ কুমার এবং কেসিআর-এর। বিহার ও তেলঙ্গানার দুই মুখ্যমন্ত্রীর সেই ভিডিয়ো ক্লিপ এখন ভাইরাল।

Bihar: নীতীশের হাত চেপে ধরলেন কেসিআর, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে প্রশ্ন উঠতেই ছন্দপতন, ভাইরাল ভিডিয়ো
নীতীশের হাত চেপে ধরলেন কেসিআর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 3:27 PM

পটনা: কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নেই তাল কাটল নীতীশ কুমার এবং কেসিআর-এর। বিহার ও তেলঙ্গানার দুই মুখ্যমন্ত্রীর সেই ভিডিয়ো ক্লিপ এখন ভাইরাল। বুধবার (৩১ অগস্ট), বিহার সফরে এসেছিলেন কেসিআর। দুই মুখ্যমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে চলল, ‘বৈঠিয়ে না’-‘চলিয়ে না’ নাটক। এই ভিডিয়ো ক্লিপই বিরোধীদের মতবিরোধের উদাহরণ বলে দাবি করেছে বিজেপি। একই সঙ্গে কেসিআর-কে অপমান করেছেন নীতীশ কুমার, এমনই দাবি তাদের। ঠিক কী ঘটেছিল?

সাংবাদিক বৈঠকের একেবারে শেষ পর্যায়ে, কেসিআর-কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি প্রধানমন্ত্রী পদের জন্য নীতীশ কুমারের নাম প্রস্তাব করবেন? এই প্রশ্ন শুনেই নীতীশ কুমার আচমকা উঠে দাঁড়ান। কেসিআর অবশ্য চেয়ার ছাড়েননি। তিনি নীতীশের হাত চেপে ধরে বলেন, ‘আপ বৈঠিয়ে না’ (আপনি বসুন না)। পাল্টা নীতীশ বলেন ‘আপ চলিয়ে না’ (আপনি চলুন না)। এরপর দুই নেতার মধ্যেই বেশ কিছুক্ষণ ‘বৈঠিয়ে না-চলিয়ে না’-এর পর্ব চলে।

সাংবাদিকদের উদ্দেশ্যে কেসিআর বলেন, “কে বলেছে আমি নাম প্রস্তাব করলেই মানুষ তা মেনে নেবে? এত তাড়া কীসের? আমাদের (বিরোধী দলগুলিকে) একসঙ্গে বসে এই বিষয়ে কথা বলতে হবে।” নীতীশ কুমার তখনও দাঁড়িয়ে ছিলেন। কেসিআর সাংবাদিকদের বলেন, “আমি বসে আছি, আপনারাও বসুন।” এরপর নীতীশও বসেন। এরপর আবার কেসিআর কে প্রশ্ন করা হয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কি বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হতে পারেন? কেসিআর এর জবাবে বলেন, “আপনারা স্মার্ট, কিন্তু আমি আরও স্মার্ট।” ফের নীতীশ কুমার উঠে দাঁড়ান। কেসিআর ফের তাঁকে বসার অনুরোধ করে বলেন, “আমরা বিজেপি-বিরোধী সব শক্তিগুলিকে একত্রিত করার জন্য যথাসম্ভব চেষ্টা করব।” এরপর নীতীশ সোজা হাঁটা শুরু করেন, কেসিআর-কে বলেন, “চলুন যাই। এসবের মধ্যে ঢুকবেন না।”

এই ভিডিয়োকেই বিরোধী ঐক্যে আঘাত হানার হাতিয়ার করেছে বিজেপি। তারা দাবি করেছে, প্রধানমন্ত্রী হওয়ার বড় প্রশ্নেই বিরোধী ঐক্যে ফাটল রয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিয়ো টুইট করে বলেছেন, “কেসিআর কি এভাবে অপমানিত হতেই পাটনায় গিয়েছিলেন? নীতীশ কুমার তাঁকে একটি তাঁর বক্তব্য সম্পূর্ণ করার জন্য প্রাথমিক সৌজন্যটুকুও দেখাননি। কেসিআরের নিজের বক্তব্য শেষ করার আবেদন খারিজ করেছেন নীতীশ। তবে, এটাই হল নীতীশ কুমার। আত্মাভিমানী। কেসিআর-এর সঙ্গে এটা হতই…”

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে একাধিক বিরোধী দলনেতা বিরোধী শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিচ্ছেন। তাঁদের অন্যতম কেসিআর। তিনি বিভিন্ন বিরোধী নেতাদের সঙ্গে দেখা করছেন। তারই অংশ হিসেবে তিনি বুধবার বিহারে এসেছিলেন। তিনি জানান, “বিজেপি-মুক্ত ভারত” গঠনের জন্য সমস্ত প্রচেষ্টা করবেন। তিনি বলেন, “তৃতীয় মোর্চা কেন, আমরা মূল ফ্রন্ট গঠনের লক্ষ্যে কাজ করছি। সমস্ত বিরোধী দলের একত্রিত হওয়া উচিত এবং বিজেপি-মুক্ত ভারত গঠনের জন্য স্লোগান তোলা উচিত। আমরা দেশের সমস্ত বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা করব।”